মিরপুরে আজও ওয়েস্ট ইন্ডিজকে স্বল্প রানের টার্গেট, রিশাদের ঝড়ো ব্যাটিং

করতোয়া স্পোর্টস: দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ২১৪ রানের টার্গেট দিলো বাংলাদেশ। মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে আজও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংস এর পঞ্চম ওভারে দলীয় ২২রানে ক্যাঁচ দিয়ে ৬ রান করে আউট হন সাইফ হাসান। এরপর পাওয়ার প্লে শেষে ১১তম ওভারে দলীয় ৪১ রানে ঘটে দ্বিতীয় উইকেটের পতন।তাওহীদ হৃদয় ১২ রান করে আউট হলে নতুন ব্যাটার হিসেবে শান্ত ক্রিজে এসে বেশিক্ষণ টিকতে পারেন নি, ২১ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন তিনিও।
একইভাবে মাহিদুল ইসলাম অংকন কিছুটা সময় নিয়ে খেললেও তিনিও ৩৫ বলে ১৭ রান করে অলিক আথানাজের বলে বাউন্ডারিতে ক্যাঁচ দিয়ে ফেরেন। আসা যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রাখার চেষ্টা করছিলেন সৌম্য সরকার। তবে আকিল হোসেনের বলে তুলে মারতে গেলে ক্যাঁচ লুফে নেন খারি পেরি। ফলে ৮৯ বলে ৪৫ রান করে আউট হন সৌম্য।
৬ নম্বর ব্যাটার হিসেবে ক্রিজে এসে কিছুটা দেখেশুনেই শুরু করেন অধিনায়ক মেহেদী মিরাজ। এদিন স্পিনার নাসুম আহম্মেদ কে একটু উপরে ৭ নম্বরে খেলানো হয়। তিনিও ১৪ রান করে আউট হলে অধিনায়ক মিরাজ ও নুরুল হাসান সোহান শেষ পাওয়ার প্লে তে রানের সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা করেন। এই দুই ব্যাটার মিলে ৪৫ বলে ৩৫ রানের একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। ৪৬তম ওভারে সোহান ২৪বলে ২৩ রান করে আউট হন।
আরও পড়ুনঅধিনায়ক মেহেদী মিরাজের ৩২ এবং শেষ সময়ে রিশাদ হোসেনের ৩ছক্কা ও ৩বাউন্ডারিতে ১৪ বলে ৩৯ রানের ঝড়ো ব্যাটিংয়ে উপর ভর করে ৫০ ওভারে ৭উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২১৩ রান তুলতে সক্ষম হয় স্বাগতিক টাইগাররা। উইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩উইকেট শিকার করেন স্পিনার গুদাকেশ মতি। ২১৪ রানের টার্গেট নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করবে সফরকারী উইন্ডিজ দল।
মন্তব্য করুন