ভিডিও মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক

রিজওয়ান আউট, শাহিন আফ্রিদি ইন

রিজওয়ান আউট, শাহিন আফ্রিদি ইন, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : অবশেষে গুঞ্জনকে সত্যি করে মোহাম্মদ রিজওয়ানকে পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেয়া হেয়েছে। তার জায়গায় দায়িত্ব তুলে দেয়া হয়েছে তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদির কাঁধে। সোমবার (২০ অক্টোবর) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যে চলমান টেস্ট ম্যাচের প্রথম দিন শেষে এই ঘোষণা দেয়। 

রিজওয়ানকে অপসারণের কোনো নির্দিষ্ট কারণ পিসিবির পক্ষ থেকে এখনো জানানো হয়নি। এমনকি অফিসিয়াল বিবৃতিতে উইকেটরক্ষক-ব্যাটার রিজওয়ানের নামও উল্লেখ করা হয়নি। পিসিবি শুধু জানিয়েছে, ইসলামাবাদে নির্বাচক কমিটি এবং সাদা বলের প্রধান কোচ মাইক হেসনের মধ্যে একটি বৈঠকের পরই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা গেছে, এই অপসারণ প্রায় অনিবার্য ছিল। সপ্তাহান্তে পিসিবি একটি বিবৃতিতে দক্ষিণ আফ্রিকা সফরের সাদা বলের ম্যাচের আগে রিজওয়ানকে ওয়ানডে অধিনায়ক হিসেবে নিশ্চিত করতে অস্বীকার করে। এর পরিবর্তে বলা হয়েছিল যে কোচ হেসন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভিকে নতুন অধিনায়ক নিয়োগের জন্য একটি বৈঠক ডাকার অনুরোধ করেছেন। 

ইএসপিএনক্রিকইনফো সূত্র জানিয়েছে, রিজওয়ানকে সরিয়ে দেয়ার এই সিদ্ধান্ত কেবল কোচের অনুরোধ ছিল না, বরং পিসিবির সর্বোচ্চ স্তরেও এর বৃহত্তর সমর্থন ছিল। ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব নিলেও, শাহিন আফ্রিদির সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্বের পূর্বের অভিজ্ঞতা সুখকর ছিল না। ২০২৪ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে তাকে দলের নেতৃত্ব দেয়া হয়েছিল, যেখানে পাকিস্তান ৪-১ ব্যবধানে হেরে যায়। সেই সময় রিজওয়ানের মতোই পরিস্থিতিতে চেয়ারম্যান নকভি তার অধিনায়কত্ব বহাল রাখার বিষয়টি নিশ্চিত করতে অস্বীকার করলে এক সপ্তাহ পরেই বাবর আজম তার স্থলাভিষিক্ত হন।

আরও পড়ুন

সাম্প্রতিক সাফল্যের পরেও রিজওয়ানের অপসারণ অনেকের কাছেই বিস্ময়কর। গত বছর ওয়ানডে দলের নেতৃত্ব নেয়ার পর থেকে রিজওয়ান পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহকের থেকে মাত্র চার রান পিছিয়ে ছিলেন এবং তার গড় ছিল প্রায় ৪২। তিনি ২০২৪ সালে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় পাকিস্তানকে সিরিজ জিতিয়েছিলেন। তবে, এই বছর দেশে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম রাউন্ড থেকে লজ্জাজনক বিদায়ই তার অপসারণের মূল কারণ বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, ফর্মে থাকার পুরস্কার পেলেন শাহিন শাহ আফ্রিদি। গত বছর ওয়ানডে ক্রিকেটে তিনি ছিলেন পাকিস্তানের শীর্ষ উইকেট শিকারী। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় অ্যাওয়ে জয়েও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ২০২৩ বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে কোনো ফাস্ট বোলারের তার চেয়ে বেশি উইকেট নেই (মোট ৪৫টি), যা প্রতি ম্যাচে দুইটিরও বেশি। ওয়ানডে অধিনায়ক হিসেবে আফ্রিদির প্রথম পরীক্ষা হবে আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। সিরিজটি অনুষ্ঠিত হবে ফয়সালাবাদে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুইড গেমের অভিনেতার সঙ্গে শাহরুখ খান

চাঁপাইনবাবগঞ্জে ১৩৮ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপাদানসহ গ্রেফতার ১

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল

মেহেরপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

‎যুব এশিয়ান গেমসে কাবাডিতে এল প্রথম পদক