ভিডিও মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

টানা পাঁচ হারে বিশ্বকাপ থেকে বিদায়, যা বললেন জ্যোতি

টানা পাঁচ হারে বিশ্বকাপ থেকে বিদায়, যা বললেন জ্যোতি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় দিয়ে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ শুরু করেও, এরপর টানা পাঁচ হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে সবার আগে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সোমবার ম্যাচটি ছিল স্বপ্নভঙ্গের শেষ কারণ। নিশ্চিত জয়ের ম্যাচ অবিশ্বাস্য উপায়ে ৭ রানে হারের পর দলের ব্যর্থতা ও শেষদিকে স্নায়ুর চাপ ধরে রাখতে না পারার কথা স্বীকার করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

লঙ্কানদের দেয়া ২০৩ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশের প্রয়োজন ছিল শেষ ৫ ওভারে মাত্র ২৭ রান, হাতে ছিল ৭টি উইকেট। কিন্তু এই সহজ সমীকরণও মেলাতে পারেনি টাইগ্রেসরা। শেষদিকে দলীয় খাতায় মাত্র ১ রান যোগ করতেই হারায় ৫ উইকেট, আর তাতেই হাতছাড়া হয় ম্যাচ। এই হার প্রসঙ্গে অধিনায়ক জ্যোতি বলেন, এই ধরনের রান তাড়ায় আমরা টিভিতে দেখেছি, অন্য দলগুলো ক্রিজে নিজেদের ধরে রেখেছে। কিন্তু আমরা সেটি পারিনি। আমরা এই চাপ নিতে পারিনি। আমাদের এটি নিয়ে ভাবতে হবে।

৪র্থ উইকেটে অধিনায়ক জ্যোতি ও শারমিন সুপ্তা মিলে ৮২ রানের দারুণ জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামলেছিলেন। কিন্তু পায়ের ক্র্যাম্পের কারণে সুপ্তাকে রিটায়ার্ট হার্ট হয়ে মাঠ ছাড়তে হয়। জ্যোতি মনে করেন, সেখানেই মোমেন্টাম কিছুটা বদলে যায়। তিনি বলেন, যেভাবে ব্যাটিং করছিলাম, শুরু থেকেই এটি আমাদের ম্যাচ ছিল। আমি আর সুপ্তা খুব ভালো ব্যাট করছিলাম। সে যখন ক্র্যাম্পের কারণে বাইরে চলে গেল, মোমেন্টামও কিছুটা বদলে গেছে। সুপ্তার পর স্বর্ণা আক্তারের সঙ্গেও ৫০ রানের জুটি গড়েন জ্যোতি। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারানোর কারণেই গন্তব্যে পৌঁছা সম্ভব হয়নি। জ্যোতি বলেন, তখন স্বর্ণা এসেছে এবং আবার জুটি গড়তে হয়েছে আমাদের। ভালোই যাচ্ছিল। তবে আমরা গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়েছি। এই রান তাড়ার করার মতো ছিল।

আরও পড়ুন

শ্রীলঙ্কা ছাড়াও এর আগে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও বাংলাদেশ দল জয়ের সম্ভাবনা জাগিয়েছিল। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে হিদার নাইটের প্রতিরোধ এবং প্রোটিয়াদের বিপক্ষে শেষ ওভারে ক্যাচ ফসকানোর কারণে হারতে হয় টাইগ্রেসদের। এভাবে তিনটি ম্যাচে ‘তিরে গিয়ে তরী ডোবানোর’ কারণ হিসেবে জ্যোতি দলের স্নায়ুর চাপ সামলাতে না পারাকেই দায়ী করেন। তিনি বলেন, আমরা এমন ৩টি ম্যাচ হারলাম। এটি অবশ্যই হৃদয়বিদারক। কোনো কোনো মুহূর্তে, কোনো কোনো পরিস্থিতিতে আমরা নিজেদের পরিকল্পনায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। আমরা নিয়মিত উইকেট হারিয়েছি, স্নায়ুর চাপ ধরে রাখতে পারিনি।

বিশ্বকাপে বাংলাদেশের এখন মাত্র একটি ম্যাচ বাকি, ভারতের বিপক্ষে। তবে টানা ৬ ম্যাচে ৫ হারে তাদের পয়েন্ট ২। ফলে এই শেষ লড়াইটি এখন কেবলই নিয়মরক্ষার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকারকে এখনই তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে: মির্জা ফখরুল

ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ

সাতক্ষীরায় ভাড়া বাসায় মিলল তরুণীর ঝুলন্ত মরদেহ

বাপ্পারাজের সঙ্গে দীঘি

জুয়ার বিজ্ঞাপন প্রচার করলে বিনা নোটিশে বন্ধ হবে গণমাধ্যমের পোর্টাল : ফয়েজ আহমদ

মসজিদের অজুখানা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০