ভিডিও মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

সিরাজগঞ্জে সোলার পাওয়ার প্লান্ট থেকে কোটি টাকার মালামাল লুট

সিরাজগঞ্জে সোলার পাওয়ার প্লান্ট থেকে কোটি টাকার মালামাল লুট। ছবি : দৈনিক করতোয়া

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : যমুনা নদীর তীরে নির্মিত সিরাজগঞ্জের সয়দাবাদে সোলার পাওয়ার প্লান্ট থেকে প্রায় কোটি টাকার তামার তারসহ আনুসাঙ্গিক মালামাল লুট করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় ৮ যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী মেহেদী হাসান অয়ন।

মালামাল বহনের সময় বাধা দেয়ায় দুই নিরাপত্তা প্রহরীকে হকিস্টিক ও দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে আহত করা হয়। অভিযুক্তরা হলো- সদর উপজেলার সয়দাবাদ গ্রামের পারভেজ হোসেন পার্থ (২৬), পলাশ (২৪), মোহনপুর গ্রামের মো. কালাম (২৭), নোমান (২৫), রুহুল আলী (২৮), রুবেল আলী (২৭), খলিল আলী (২৩) সারটিয়া গ্রামের ভাঙ্গুরী ব্যবসায়ী সাইদুল ইসলাম (২৫)।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত শুক্রবার সকালে বিভিন্ন অস্ত্রসজ্জিত হয়ে ৮ যুবক সোলার পাওয়ার প্লান্টে প্রবেশ করে। তারা এখান থেকে প্রায় ১ কোটি টাকার তামার তার ও আনুসাঙ্গিক মালামাল লুট করে সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কের ভিতর দিয়ে যাচ্ছিলেন। এসময় নিরাপত্তাকর্মী তাদের বাঁধা দিলে হকিস্টীক ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা করে।

আরও পড়ুন

হামলায় নিরাপত্তাকর্মী মেহেদী হাসান অয়ন ও আব্দুল হাকিম আহত হন। পরে তারা মালামাল নিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় নিরাপত্তাকর্মীদের মেরে ফেলার হুমকি দেয়। নিরাপত্তা কর্মীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের চিকিৎসার ব্যবস্থা করে।

অভিযোগকারী নিরাপত্তাকর্মী মেহেদী হাসান অয়ন বলেন, আমরা থানায় অভিযোগ দিতে গিয়েছিলাম। পুলিশ বলেছে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে। সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহাগ বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। আমি একাধিকবার ঘটনাস্থলে গিয়েছি। তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সবগুলো ইউনিট বন্ধ

বগুড়ার দুপচাঁচিয়ায় নারী মাদক বিক্রেতার কারাদন্ড

সিরাজগঞ্জে ভালবেসে বিয়ে করে তিন মাস পরই লাশ হলো সুমী

৭ বলে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের অবিশ্বাস্য হার

বগুড়ায় বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

রাজশাহী বিভাগীয় বইমেলার বাড়ছে সময় ও পরিসর