জ্ঞাত আয় বর্হিভূতসম্পদ অর্জন
বগুড়ার সান্তাহার সিএসডি’র সাবেক খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে দুদক’র চার্জশিট

কোর্ট রিপোর্টার : জ্ঞাত আয় উৎস বর্হিভূত ৪২ লাখ ৮৭ হাজার ৪৬৮ টাকা মূল্যমানের সম্পদ অর্জনের অভিযোগ এনে দায়েরকৃত মামলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শেষে দুর্নীতি দমন কমিশন আইনে বগুড়ার সান্তাহার সিএসডি’র সাবেক খাদ্য পরিদর্শক বর্তমানে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের খাদ্য পরিদর্শক শেখ আবু এরশাদকে (৪৪) অভিযুক্ত করে বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তিনি শহরের জলেশ্বরীতলার বনমালী দেবলেনের মৃত শেখ সালেক উদ্দিনের ছেলে।
উল্লেখ্য, গত ২০২৩ সালে ১৬ এপ্রিল অভিযুক্ত আসামি শেখ মো. আবু এরশাদ দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ে স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন সম্পদ বিবরণী দাখিল করেন। বিষয়টি অনুসন্ধানের পরে দুদক বগুড়া জেলা কার্যালয়ের সাবেক উপ-সহকারী পরিচালক জাকির হোসেন বাদি হয়ে গত বছরের ২২ অক্টেবর সান্তাহার সিএডি’র সাবেক খাদ্য পরিদর্শক শেখ আবু এরশাদকে আসামি করে জেলা কর্যালয়ে এই মামলা দায়ের করেন।
আরও পড়ুনমামলাটি দুদক বগুড়া জেলা কার্যলয়ের উপ-সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন তদন্ত শেষে আসামি শেখ আবু এরশাদ জ্ঞাত আয় বহির্ভূত ৪২ লাখ ৮৭ হাজার ৪৬৮ টাকা মূল্যমানের সম্পদ অর্জন করে তা তার নিজ ভোগদখলে রেখে দুদক আইনের শাস্তিযোগ্য অপরাধ করেছেন মর্মে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে দুদক প্রধান কার্যালয়ের অনুমোদন পাওয়ার পর তদন্তকারী কর্মকর্তা গত ১৩ অক্টোবর সইকৃত এই অভিযোগপত্র বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে দাখিল করেন।
মন্তব্য করুন