আ.লীগের কর্মকাণ্ডের সঙ্গে অনেকের কর্মকাণ্ড মিলে যাচ্ছে: শিবির সভাপতি

গত ১৫ বছর ধরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে ইসলামী ছাত্রশিবিরের কর্মসূচি বাধাগ্রস্ত হয়েছে। কোরআন ও রমজানের ইফতারের মতো প্রোগ্রামও তারা করতে দেয়নি, সাধারণ ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সময় হামলা করে রক্তাক্ত করা হয়েছিল। বর্তমানে দেখা যাচ্ছে, আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে অনেকের কর্মকাণ্ড মিলে যাচ্ছে, যা ফ্যাসিবাদ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।
আজ সোমবার (২০ অক্টোবর) দুপুরে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে একাদশ ও অনার্স প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় সভাপতি মো: জাহিদুল ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, ছাত্রশিবির প্রতিষ্ঠা থেকে সততা ও আদর্শের জায়গায় কোনো কম্প্রোমাইজ করেনি। শিক্ষার্থীরা এ কারণে শিবিরকে মূল্যায়ন করেছে।
আরও পড়ুনঅনুষ্ঠানে বক্তব্য দেন সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখার সভাপতি রাকিব মাহমুদ, কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনুর রশিদ রাফি, অধ্যক্ষ প্রফেসর পান্নালাল রায়, সাবেক কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মো: শফিউল্লাহ, প্রভাষক নুপুর রানী মজুমদার, জেলা সভাপতি মো: এমরান খান, সাবেক জেলা সভাপতি অধ্যক্ষ জহিরুল হক ও জাকসু যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আল হাসান।
মন্তব্য করুন