ভিডিও সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

৯ বছর পর অ্যানফিল্ডে জয় পেল ম্যানইউ

৯ বছর পর অ্যানফিল্ডে জয় পেল ম্যানইউ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : অবশেষে অ্যানফিল্ডের গেরো খুলল ম্যানচেস্টার ইউনাইটেড। দীর্ঘ ৯ বছর পর লিভারপুলের মাঠ থেকে জয় নিয়ে ফিরল ‘রেড ডেভিলস’রা। রোববার রাতে অনুষ্ঠিত হাই-ভোল্টেজ ম্যাচে হ্যারি ম্যাগুয়েরের শেষ মুহূর্তের গোলে আর্নে স্লটের লিভারপুলকে ২-১ ব্যবধানে হারিয়েছে রুবেন আমোরিমের দল। এই হারে লিগে টানা তিন ম্যাচসহ সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ বছর পর প্রথমবারের মতো টানা চার ম্যাচ হারের লজ্জায় ডুবল লিভারপুল।

অ্যানফিল্ডে ম্যাচের শুরুতেই লিভারপুল সমর্থকদের স্তব্ধ করে দেয় ইউনাইটেড। মাত্র ৬৩ সেকেন্ডের মাথায় ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে দিয়ালো বল বাড়ান ব্রায়ান এমবুয়েমোর দিকে, যার কোনাকুনি শট লিভারপুলের জাল খুঁজে নেয়। প্রথমার্ধে এই এক গোলের লিড ধরে রাখে সফরকারীরা। দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ চালায় লিভারপুল। তাদের সেই চেষ্টার ফল মেলে ৭৮ মিনিটে। কিয়েসার পাস থেকে কোডি গাকপো গোল করে ম্যাচে সমতা ফেরান।

তবে স্বাগতিকদের স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৮৪ মিনিটে কর্নার থেকে আসা বলে দুর্দান্ত এক হেডে গোল করে ইউনাইটেডকে আবারও লিড এনে দেন ইংলিশ ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ের। তার এই গোলই শেষ পর্যন্ত জয়সূচক হয়ে থাকে। এতে ২০১৬ সালের জানুয়ারির পর এই প্রথম অ্যানফিল্ডে জয়ের স্বাদ পেল ম্যানচেস্টার ইউনাইটেড।

আরও পড়ুন

এই হারে শিরোপা ধরে রাখার অভিযানে বড় ধাক্কা খেল লিভারপুল। ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে তারা। অন্যদিকে, টানা দ্বিতীয় জয়ে ৮ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে নয় নম্বরে উঠে এসেছে ইউনাইটেড।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর পর অ্যানফিল্ডে জয় পেল ম্যানইউ

অবশ্যই নির্বাচন করার পরিবেশ আছে : ইসি সচিব

হাসিনা নিরাপরাধ, খালাস চাই : আইনজীবী আমির হোসেন

রাজনীতিকদের মাঝে যে অনৈক্য, তা অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল

ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামাতে বললেন ট্রাম্প

জুবায়েদ হত্যা : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই দিনের শোক ঘোষণা