নীলফামারীর জলঢাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবার নিঃস্ব

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নের রঙ্গের বাজার প: কাঁঠালী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি পরিবার সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে গেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় হরিকান্ত রায় ও মৃনাল চন্দ্র রায়ের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ আগুন লেগে যায় মৃনাল চন্দ্র রায়ের বসতবাড়িতে, যা পাশের হরিকান্ত রায়ের বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের সূতপাত চূড়ান্ত না হলেও স্থানীয়দের তথ্যানুযায়ী প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। উপজেলা পিআইও অফিসের তথ্যানুযায়ী মৃনাল রায়ের বাড়িতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৫টি গরু, ৬টি ছাগল, প্রায় ৫০ মণ ধান, অর্থ ও মূল্যবান আসবাবপত্র। এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
অপরদিকে হরিকান্ত রায়ের ৩টি টিনের ঘরসহ আসবাবপত্র পুড়ে যায়, যার আনুমানিক ক্ষতির পরিমাণ ৪ লাখ টাকা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জলঢাকা ফায়ার সার্ভিসের একটি দল। এলাকাবাসীর সহায়তায় প্রায় ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন দলের নেতারা।
আরও পড়ুনতারা ক্ষতিগ্রস্তদের সহায়তায় অর্থ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করছেন। এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।
মন্তব্য করুন