নওগাঁর মান্দায় জমি জবরদখলে বাধা মারধরে তিন নারী আহত

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় ভাড়াটিয়া বাহিনী দিয়ে ব্যক্তি মালিকানার সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এসময় বাধা দেওয়ায় ভাড়াটিয়া বাহিনীর মারধরে ৩ নারী আহত হয়েছেন। আজ রোববার (১৯ অক্টোবর) সকালে উপজেলার ভারশোঁ ইউনিয়নের বাঁকাপুর গ্রামে ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- সাধনা রানী সাহা (৪৫), আরতি রানী সাহা (৬০) ও বন্দনা রানী সাহা (৩০)। পরে তাদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী আনন্দ সাহা বলেন, আউশ ধান কেটে নেওয়ার পর জমি হালচাষের উপযোগী হওয়ায় সরিষা রোপণের প্রস্তুতি নিচ্ছিলেন।
হঠাৎ আজ রোববার (১৯ অক্টোবর) সকালে একই গ্রামের কমল চন্দ্র মণ্ডল ও গুপেশ মণ্ডলের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন লোক জমিতে এসে ট্রাক্টর দিয়ে হালচাষ করতে থাকে। আরেক ভুক্তভোগী কালিচরন সাহা অভিযোগ করে বলেন, ভাড়াটিয়া বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে জমিগুলোর চারিদিক ঘিরে নেয়। এসময় ব্যবসায়িক কাজে তারা বাড়িতে ছিলেন না।
আরও পড়ুনএ সুযোগে প্রতিপক্ষের লোকজন ট্রাক্টর দিয়ে জমিতে চাষ দিয়ে সরিষা বুনে দিয়েছে। বাধা দেওয়ায় পরিবারের তিন নারী সদস্যকে পিটিয়ে আহত করা হয়। এ বিষয়ে অভিযুক্ত মিলন কুমার ও কমল মণ্ডলের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় আনন্দ সাহা থানায় একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন