ভিডিও রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

সিরাজগঞ্জে যমুনার পানি কমলেও আতঙ্কিত নদীপাড়ের মানুষের

সিরাজগঞ্জে যমুনার পানি কমলেও আতঙ্কিত নদীপাড়ের মানুষের

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : যমুনার পানি কমতে শুরু করেছে। কিন্তু বিপাকে পড়েছে শিক্ষার্থী, চাকরিজীবীসহ খেটে খাওয়া মানুষসহ জেলা পরিবার। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ১৪  অক্টোবর হতে ১৯ অক্টোবর পর্যন্ত কাজিপুর স্টেশনে পানি কমেছে ৯১ সে.মি.। অপরদিকে সিরাজগঞ্জ স্টেশনে গত ১৪ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত পানি কমেছে ৯২ সে.মি.।

আজ রোববার (১৯ অক্টোবর) সকালে যমুনা নদীর সিরাজগঞ্জ স্টেশনে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১০.০১ মিটার। ২৪ ঘণ্টায় ৭ সেন্টিমিটার কমে বিপৎসীমার ২৭৯ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে জেলার কাজিপুর স্টেশনে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১১.৫৩ মিটার। ২৪ ঘণ্টায় ৮ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

কাজিপুর উপজেলার নাটুয়াপাড়া চরের কৃষক আজিজ, খলিল, জালাল বলেন, যমুনায় পানি কমতে থাকায় আমরা বিভিন্ন জাতের কালাই, বাদাম, তিলসহ বিভিন্ন সবজি চাষ শুরু করেছি। যদিও পানি থাকার কারণে চাষাবাদ কিছুটা পিছিয়ে গেছে। তবুও লোকসান পুষিয়ে নেবার আশাবাদ ব্যক্ত করেন তারা।

আরও পড়ুন

স্কুল, কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবীরা জানায়, আমরা চরাঞ্চেলের মানুষ নৌকাযোগে শহরের শিক্ষা প্রতিষ্ঠানসহ অফিস আদালতে যাতাযাত করি। পানি কমার কারণে ইতোমধ্যেই ছোট ছোট ডুব চর জাগতে শুরু করেছে। বর্তমানে তেমন অসুবিধা না হলেও অচিরেই অসুবিধার সৃষ্টি হবে বলে জানান তারা।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। তিনি আরও বলেন, হয়তো পানি আর বৃদ্ধি পাবে না। উল্লেখ্য, সিরাজগঞ্জে পানি কমা এবং বাড়ার সময় যমুনা পাড়ের মানুষের ভাঙন দেখা দেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে যমুনার পানি কমলেও আতঙ্কিত নদীপাড়ের মানুষের

পাবনায় ৯ কোটি আত্মসাতের অভিযোগে জনতা ব্যাংকের ম্যানেজার জেলহাজতে

বিমানবন্দরে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকার বেশি: বিজিএমইএ

মাজার জিয়ারতের কথা বলে সিলেটে নিয়ে স্ত্রীকে হত্যা

পদত্যাগ করলেন খালেদ মাসুদ পাইলট

ব্র্যাণ্ড প্রমোশনে এগিয়ে যাচ্ছেন জান্নাতুল মনি, আগ্রহ রয়েছে মডেলিং-এ