জাতীয় সংসদের ১২ নম্বর গেটে বসে পড়েছেন জুলাই যোদ্ধারা

জুলাই জাতীয় সনদ সই অনুষ্ঠানস্থল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রবেশের জন্য ভিড় জমিয়েছেন জুলাই যোদ্ধারা। তারা প্রবেশ করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন। গেটের সামনে বসে পড়েছেন। গেটে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন সেনাবাহিনীর সদস্যরা।
শুক্রবার (১৭ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার সামনে ১২ নম্বর গেটে ঘুরে এমন চিত্র দেখা গেছে।
তপ্ত রোদে গেটের সামনে দাঁড়িয়ে ঘামতে দেখা গেছে জুলাই যোদ্ধাদের। তারা ক্ষোভ প্রকাশ করে বলছেন, আমাদের রক্তের বিনিময়ে এক গ্রুপ দেশ ছেড়ে পালিয়েছে। এক গ্রুপকে ক্ষমতায় বসিয়েছে। এজন্য তারা এই সংসদে আসতে পেরেছে। এখন তারা আমাদের এখানে ঢুকতে দিচ্ছে না। আমরা যদি আবার রক্ত দিই, তাহলে কিন্তু এরাও টিকবে না। আমাদের কেন জাতীয় সংসদে ঢুকতে তাদের কাছ থেকে পাশ নিতে হবে।
আহত জুলাই যোদ্ধা জিহাদ হাসান বলেন, ‘সনদের ৫ম ধারায় জুলাইয়ে গণঅভ্যুত্থানের সব হত্যাকাণ্ড লেখছে, কিন্তু সব হত্যাকাণ্ড বলতে কী বুঝিয়েছে, দুই পক্ষেরই তো আছে। আর শহীদ পরিবারদের সহায়তা ও নিরাপত্তা এখানে আহতদেরও যুক্ত করতে হবে। লাইনে ঘাটতি আছে।’ এসব জায়গায় পরিবর্তন চাই।
আরও পড়ুনতিনি আরও বলেন, আমরা কমিশনকে তাদের আপত্তির কথা জানিয়েছি। কিন্তু এখন পরিবর্তন সম্ভব না বলে তাদের জানানো হয়েছে। তাই তারা বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও বিষয়টি তুলেছেন। সে পরিপ্রেক্ষিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এটা সরকারের কাছে তুলে ধরে পরিবর্তন করার কথা বলবেন বলে জানিয়েছেন। তবে পরিবর্তন না হলে অবস্থান চালিয়ে যাবেন।
এই জুলাই যোদ্ধা আরও বলেন, অনুষ্ঠানস্থলে আমাদের এত জোরাজুরি করে ঢুকতে হবে কেন। আমাদের কি ইনভাইট করা উচিত ছিল না? ড. ইউনুস কি আমাদের রক্তের ওপরে না? তিনি বিভিন্ন জায়গা থেকে ইনভাইট করতে পারে, সে ১৫/২০ হাজার চেয়ার দিতে পারত না?'
বেলা পৌনে ১২টার দিকে জাতীয় সংসদের ১২ নম্বর গেটের সামনে তাদের পলিথিন বিছিয়ে বসে পড়তে দেখা গেছে। এ সময় তারা ইনকিলাব জিন্দাবাদ বলে স্লোগান দিতে থাকেন।
মন্তব্য করুন