ভিডিও বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩১ আশ্বিন ১৪৩২

আট জেলায় পাসের হার ও মেধায় এগিয়ে রাজশাহী, বগুড়া দ্বিতীয় 

আট জেলায় পাসের হার ও মেধায় এগিয়ে রাজশাহী, বগুড়া দ্বিতীয়, ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার : উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় এবার রাজশাহী বোর্ডের আট জেলার মধ্যে সবচেয়ে ভালো করেছে রাজশাহী। পাসের হার ও মেধায় দুটোতেই এগিয়ে রয়েছে জেলাটি। বার বার এগিয়ে থাকা বগুড়া গত এক দশকের মধ্যে দুটোতেই এক ধাপ পিছিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। 

রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষায় রাজশাহী জেলায় ২৬ হাজার ২৮৯জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৮ হাজার ৭০৭ জন। পাসের হার ৭১ দশমিক ১৬ শতাংশ। এছাড়া এ জেলা থেকে এবার জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৮ জন। এবার বোর্ডে দ্বিতীয় অবস্থানে থাকা বগুড়া জেলায় ২৫ হাজার ৬৯০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৭ হাজার ৯২১ জন। পাসের হার ৬৯ দশমিক ৭৬ শতাংশ এবং এ জেলা থেকে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১৬৩ জন। পাশের হারে তৃতীয় অবস্থানে থাকা জয়পুরহাট জেলা থেকে ৬ হাজার ২১৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৩ হাজার ৬২৫ জন। পাসের হার ৫৮ দশমিক ৩২ শতাংশ। ওই জেলা থেকে জিপিএ-৫ পেয়েছে ২৭৮ জন। এছাড়া পাবনা জেলায় ১৭ হাজার ৬২৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৯ হাজার ৬৩২জন। পাসের হার ৫৪ দশমিক ৬৫ শতাংশ। ওই জেলায় জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫০ জন। চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ৯ হাজার ৫৯২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৫ হাজার ১৪৮জন। পাসের হার ৫৩ দশমিক ৬৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩৫৪ জন। নাটোর জেলা থেকে ১১ হাজার ১১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৫ হাজার ৬৮১ জন। পাসের হার ৫১ দশমিক ৫৯ শতাংশ এছাড়া জিপিএ-৫ পেয়েছে ৩২১ জন। নওগাঁ জেলায় এবার ১২ হাজার ১৭৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৬ হাজার ১৩৯ জন। পাসের হার ৫০ দশমিক ৪১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩৫০ জন। বিভাগের আট জেলার মধ্যে সবচেয়ে পাসের হার কম সিরাজগঞ্জে। এবার এই জেলা থেকে ২২ হাজার ২৮৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১০ হাজার ৮৮৯ জন। পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৭৮৩ জন।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আট জেলায় পাসের হার ও মেধায় এগিয়ে রাজশাহী, বগুড়া দ্বিতীয় 

শহিদ মিনারে সমবেত শিক্ষকরা, লক্ষ্য ‘মার্চ টু যমুনা’

নওগাঁর পোরশায় প্রায় রাতেই হচ্ছে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী

জুলাই সনদ সইয়ের আগে তিন দাবি এনসিপি’র

ভারত ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থায়ন করছে : ট্রাম্প

নওগাঁর পোরশায় পুরুষ পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ৪ নারী