ভিডিও বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩১ আশ্বিন ১৪৩২

রাজশাহী বোর্ড : কমেছে পাশের হার-জিপিএ-৫ ও শতভাগ পাস করা প্রতিষ্ঠান 

রাজশাহী বোর্ড : কমেছে পাশের হার-জিপিএ-৫ ও শতভাগ পাস করা প্রতিষ্ঠান, ছবি: সংগৃহীত ।

স্টাফ রিপোর্টার : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় গত সাত বছরের মধ্যে এবার রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার কম। এবছর এই বোর্ড থেকে পাশ করেছে মাত্র ৫৯ দশমিক ৪০ শতাংশ। এই বোর্ডে কমেছে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও। এবার এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৩৭ জন শিক্ষার্থী, যা গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন। 

বৃহস্পতিবার সকাল ১০টায় চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সব শিক্ষা বোর্ড থেকে একযোগে এ ফল প্রকাশ করা হয়।রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর রাজশাহী বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ১৪৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ৭৭ হাজার ৭৪২ জন। এবছর রাজশাহী বোর্ডে ছাত্রদের পাসের হার ৫০ দশমিক ৬৯ শতাংশ, আর ছাত্রীদের পাসের হার ৬৮ দশমিক ৬৯ শতাংশ। এছাড়া ছাত্রদের মধ্যে ৪ হাজার ৪৫৫ জন জিপিএ-৫ পেয়েছেন, আর ছাত্রীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৬৮২ জন।

২০২৪ সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় রাজশাহী বোর্ডে পাসের হার ছিল-৮১ দশমিক ২৪ শতাংশ, ২০২৩ সালে ছিল ৭৮ দশমিক ৪৬ শতাংশ, ২০২২ সালে ৮১ দশমিক ৬০ শতাংশ, ২০২১ সালে ৯৭ দশমিক ২৯ শতাংশ, ২০২০ সালে ১০০ শতাংশ এবং ২০১৯ সালে ৭৬ দশমিক ৩৮ শতংশ। 

আরও পড়ুন

জিপিএ-৫ ২০২৪ সালে পেয়েছিল-২৪ হাজার ৯০২জন শিক্ষার্থী, ২০২৩ সালে পেয়েছিল-১১ হাজার ২৫৮জন, ২০২২ সালে-২১ হাজার ৮৫৫জন, ২০২১ সালে-৩২ হাজার ৮শ’ জন, ২০২০ সালে-২৬ হাজার ৫৬৮ জন এবং ২০১৯ সালে-৬ হাজার ৭২৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। 

বোর্ড সূত্রে জানা গেছে, রাজশাহী রোর্ডে এবার শতভাগ পাস করেছে এমন করা প্রতিষ্ঠানের সংখ্যাও গত সাত বছরের মধ্যে সবচেয়ে কম। এবছর মাত্র ১৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী শতভাগ পাস করেছে। ২০২৪ সালে শতভাগ পাস করেছিল ৩৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ২০২৩ সালে ৩৭, ২০২২ সালে ৩১, ২০২১ সালে ১৬২, ২০২০ সালে ৭৫৬ এবং ২০১৯ সালে শতভাগ পাস করেছিল। এ বছর দেশের ৯টি সাধারণ ও কারিগরি এবং মাদরাসা বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী বোর্ড : কমেছে পাশের হার-জিপিএ-৫ ও শতভাগ পাস করা প্রতিষ্ঠান 

জিপিএ ও পাসের হারে এগিয়ে মেয়েরা

রাকসু নির্বাচন : কালি উঠে যাওয়া নিয়ে যা বললেন উপাচার্য

ইত্যাদি’র এবার কুড়িগ্রামের উলিপুরে 

গ্রেফতার হলেন ওবায়দুল কাদেরের ভাইসহ ৯ জন

বগুড়ায় এমটিবি নেতৃত্বে বাংলাদেশ ব্যাংকের “ক্যাশলেস বাংলাদেশ” সচেতনতা কার্যক্রম আয়োজন