ভিডিও বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩১ আশ্বিন ১৪৩২

আজ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল

আজ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল, ছবি: সংগৃহীত।

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হচ্ছে আজ। এবারও ফল প্রকাশে থাকছে না কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান বা আড়ম্বর। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় পরীক্ষার ফল দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রকাশ করা হবে। এসএমএসের মাধ্যমেও জানা যাবে ফল।

এর আগে, মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরীক্ষার্থীরা তিন পদ্ধতিতে এইচএসসি’র ফলাফল জানতে পারবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। 

ফলাফল দেখা যাবে যেভাবে

আরও পড়ুন

নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের রেজাল্ট (Result) কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের  EIIN–এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে পারবেন। ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট ঠিকানা www.educationboardresults.gov.bd-তে প্রবেশ করে ফলাফল সংগ্রহ করতে পারবেন।

এছাড়া নির্ধারিত Short Code–16222–এ এসএমএসের মাধ্যমে ফলাফল পাবেন শিক্ষার্থীরা। পরীক্ষার ফলাফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমে HSC Board Name (First 3 Letters) Roll Year  টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে শিক্ষার্থীদের।উদাহরণ: কোনো শিক্ষার্থীর বোর্ড রাজশাহী হলে তাকে লিখতে হবে- HSC RAJ 123456 2025 লিখে 16222–তে পাঠাতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল

রাকসু নির্বাচন: ভোটগ্রহণ চলছে

চাকসুর ভিপি-জিএসসহ ২৪ পদে শিবিরের জয়, এজিএস ছাত্রদলের

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

জুলাই সনদে স্বাক্ষর করব, তবে ‘নোট অব ডিসেন্ট’ উল্লেখ থাকতে হবে: সালাহউদ্দিন

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- আব্দুল মহিত তালুকদার