ভিডিও শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

সূর্যদেবীর বেশভূষায় আবারও নেটিজেনদের তোপের মুখে রুনা খান

সূর্যদেবীর বেশভূষায় আবারও নেটিজেনদের তোপের মুখে রুনা খান, ছবি: সংগৃহীত।

বিনোদনডেস্ক: ছোট ও বড় পর্দার অভিনেত্রী রুনা খান। বছরজুড়ে কাজ নিয়েই ব্যস্ত সময় পার করেন। ২০০৯ সালে বিয়ে করে সংসারী হন। পরের বছরই ঘর আলো করে জন্ম নেয় কন্যা রাজেশ্বরী। সময়ের সঙ্গে বাড়তে থাকে রুনার ওজন। ৫৬ কেজি থেকে তা গিয়ে দাঁড়ায় ১০৫ কেজিতে। ২০২২ সালে শারীরিকভাবে দারুণ পরিবর্তন এনে চমকে দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

গত কয়েক বছরে বেশ কিছু ফটোশুটে অংশ নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন রুনা খান। এসব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর কখনো রূপের দ্যুতি ছড়িয়ে প্রশংসা কুড়িয়েছেন, কখনো কুরুচিকর মন্তব্যের শিকার হয়েছেন এই অভিনেত্রী। এবার ‘সূর্য দেবী’ রূপে ক্যামেরাবন্দি হয়ে কুরুচিকর মন্তব্যের শিকার হলেন রুনা। গত ১২ সেপ্টেম্বর সোনারগাঁর শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘরে অনুষ্ঠিত হয়ে ফ্যাশন শো ‘সোনায় বোনা গল্প’। বড় সরদারবাড়ির খিলানের সামনের জায়গাটি হয়ে ওঠে ফ্যাশন র‌্যাম্প। এতে অংশ নেন রুনা। ‘আমি ঢাকা’ ও ‘বি হিয়ার নাউ’ এর যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়। এই কর্সেট পোশাকে ‘সূর্য দেবী’ রূপে ফটোশুটও করেন রুনা খান; সেসব ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাছাড়া রুনা খান তার ফেসবুকে ছবিগুলো পোস্ট করে সমালোচনা আরো উসকে দিয়েছেন। মাহফুজা সিদ্দিকা নামে একজন লেখেন, “ছি ছি মানানসই হতে হবে তো।” কটাক্ষ করে মাকসুদা বেগম লেখেন, “হায়রে মানুষ রঙিন ফানুস, দম ফুরালে ঠুস। তবু তো কারো হয় না একটু খানি হুস’। দিন দিন মানুষের বয়স বারে না কমে বুঝি না। সবাইকে সবকিছু দেখাতে পারলে, এই মহিলা মনে হয় খুশি। এটা ভাবে না সবাইকে সব জিনিস মানায় না। চকচক করিলে যেমন সোনা হয় না। বুড়ি ছুড়ি হতে চায়। সবকিছু দেখিয়ে। হায়রে মানুষের রুচি।” শিশির বিন্দু লেখেন, “উড়ফি জাবেদ বাংলাদেশ।” 

নাসরিন আক্তার লেখেন, “ঘর বানাইছেন ভালো কথা। কিন্তু থাকার জায়গাটা ছোট করে ফেলছেন।” রিক্তা লেখেন, “আমার পছন্দের একজন অভিনেত্রী ছিল। কিন্তু এখন দেখলে বৃ আসে। এনাদের মানসিক ডাক্তার দেখানো উচিত।” লাকী লেখেন, “রুনা খান আমার খুব পছন্দের অভিনেত্রী ছিলেন, দিন দিন তার অশ্লীলতা বেড়েই যাচ্ছে। একজন পছন্দের অভিনেত্রীর এই ধরনের কর্মকাণ্ড সত্যিই খুব দুঃখজনক।” 

আরও পড়ুন

রুনা খানকে এমন পোশাকে দেখে কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছেন, ছবিগুলো এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি কি না! যদিও এসব ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নয় বলে জানিয়েছেন রুনা খান নিজেই।

রুনা খান তার এসব ছবি নিজের ফেসবুকে পোস্ট করার আগেই তা বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়ে। তবে নেটিজেনদের প্রতিক্রিয়া নিয়ে কোনো ধরনের মন্তব্য করেননি এই অভিনেত্রী।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিভাবকহীন রাজশাহী পরিচ্ছন্ন  নগরীর তকমা হারাচ্ছে

কোম্পানীগঞ্জে জালে আটকা পড়ল বৃদ্ধের মরদেহ

জুলাই সনদের চূড়ান্ত পর্বের প্রস্তুতি বিষয়ে ঐকমত্য কমিশনের বৈঠক

চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুরুল হক নুর

মারা গেছেন ‘পিঞ্জরা’ খ্যাত কিংবদন্তি অভিনেত্রী

ঝাড়ফুঁক নয়, ওঝারও ভরসা একমাত্র ভ্যাকসিন