দেশে ফিরেই শুটিং-এ হিমি, শুভ জন্মদিন
_original_1759580164.jpg)
অভি মঈনুদ্দীন ঃ ‘রঙ্গন এন্টারটেইনম্যান্ট’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই সময়ে নাট্যাঙ্গনের জনপ্রিয় নাটক ‘হিট্যমান’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান। এরইমধ্যে গত ১ অক্টোবর ‘রঙ্গন এন্টারটেইনম্যান্ট’ এ প্রকাশিত এই নাটকটি বেশ আলোচনায় এসেছে। বিশেষত নিলয় ও হিমির অনবদ্য অভিনয়ে মুগ্ধ হচ্ছেন দর্শক। মাত্র দুই দিনেই নাটকটি ১০ লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।
বাংলাদেশের নাট্যাঙ্গনের এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি বহু জনপ্রিয় নাটক দর্শককে উপহার দিয়েছেন। বিশেষত হিমি এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে জুটি বেধে অনেক নাটক উপহার দিয়েছেন দর্শককে। দর্শকও হিমি-নিলয় অভিনীত নাটকগুলো প্রবল আগ্রহ নিয়ে উপভোগ করেন। এরমধ্যে হিমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। নিজের মতো করে সময় কাটিয়ে তিনি এরইমধ্যে দেশে ফিরেছেন। দেশে ফিরেই তিনি এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘লাল মোরগের ঝুল’। নাটকটি রচনা ও পরিচালনা করেছে তারিক মুহাম্মদ হাসান।
এরইমধ্যে নাটকটির দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে বলেও জানান হিমি।
আরও পড়ুনহিমি বলেন,‘ হিটম্যান নাটকটা প্রচারে আসার পর থেকেই ভীষণ সাড়া পাচ্ছি। আর দেশে ফিরেই আমার অত্যন্ত প্রিয় অভিনেতা মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে লাল মোরগের ঝুল নাটকে অভিনয় করেছি। তারসঙ্গে আরো বেশ কয়েকটি নাটক করার পরিকল্পনা আছে। সত্যি বলতে কী এই সময়ে এসে বেশ ভালো ভালো গল্পে কাজ করার প্রস্তাব আসছে। সব যে একই ঘরানার গল্প এমন নয়, বিভিন্ন ধরনের গল্পে কাজ করার প্রস্তাব আসছে। রোমান্টিক, কমেডি এমন কী ভীষণ সিরিয়াস গল্পেও কাজ করার প্রস্তাব আসছে। তবে এরমধ্যে নারী প্রধান কিছু গল্পেও কাজ করছি। কারণ এই ধরনের গল্পে আমার কাজ কম করা হয়েছে। যে কারণে এই সময়টাতে এসে আমি নারী প্রধান গল্পের দিকেও একটু মনোযোগ দিচ্ছি। গল্পগুলো খুউব সুন্দর। দর্শকের ভালোলাগবে সেই কাজগুলো-এটা আমার বিশ্বাস। আর এখন আমার ক্যারিয়ারের চ্যালেঞ্জিং সময়। আমি মনেকরি একজন শিল্পী নিজেকে শিল্পী হিসেবে আরো পরিণত করতে পারে এই চ্যালেঞ্জিং সময়টাতেই। কারণ এই এক্সপেরিমেন্টাল কাজগুলোতে নিজেকে যথাযথভাবে উপস্থাপনের সুযোগ থাকে। ধন্যবাদ সবাইকে যারা আমাকে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন চ্যালেঞ্জিং নাটকে কাজ করেছেন, যারা আমাকে নিয়ে একের পর এক নাটক নির্মাণ করেছেন। ধন্যবাদ আমার সকল সহশিল্পীর প্রতি বিশেষত নিলয় ভাই এবং মোশাররফ ভাইয়ের প্রতি। আর আজ আমার জন্মদিন। বিশেষ কোনো পরিকল্পনা নেই। শুধু সবার কাছে দোয়া চাই যেন আগামীতে আরো ভালো ভালো নাটক উপহার দিতে পারি।’
মন্তব্য করুন