ভিডিও শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

নিজেকে চ্যালেঞ্জ জানানোর মতো কাজ করতে চান সোনাক্ষী

নিজেকে চ্যালেঞ্জ জানানোর মতো কাজ করতে চান সোনাক্ষী, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : বলিউড নায়িকা সোনাক্ষী সিনহা এবার আসছেন একেবারে ভিন্ন রূপে-এক রহস্যময়ী নারীর ভূমিকায়। যার জীবনের গভীরে লুকিয়ে আছে অতীতের ভয়, অপার ব্যথা এবং এক অজানা অন্ধকার। এই ভূমিকায় অভিনয় করছেন সুপারন্যাচারাল থ্রিলার সিনেমা ‘নিকিতা রয়’-এ, যা আগামীকাল, ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। 

এই সিনেমায় সোনাক্ষীর চরিত্র কল্পনার হলেও, ভয়ের অভিজ্ঞতা তার বাস্তব জীবনেও রয়েছে। সম্প্রতি একাধিক ভারতীয় গণমাধ্যমে তিনি এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি কখনও ভূতের অস্তিত্বে বিশ্বাস করতাম না। কিন্তু সেই একটি রাত আমার বিশ্বাসকে পুরোপুরি বদলে দিয়েছিল।’ সোনাক্ষী বলেন, ‘রাতের বেলা আধঘুম-আধজাগা অবস্থায় হঠাৎ আমার শরীর নিস্তেজ হয়ে যায়। একটা চাপ অনুভব করি। কারও উপস্থিতি টের পাই, কিন্তু চোখ খুলতে পারছিলাম না, নড়তেও পারছিলাম না। মনে হচ্ছিল, কোনো অশরীরী সত্তা আমাকে আটকে রেখেছে। সে রাতটা ছিল ভয়াবহ।’ এই অভিজ্ঞতা তার মনে আজও গভীর দাগ কেটে আছে। ঠিক তখনই তিনি বলেছিলেন, ‘যদি আবার কেউ আসে, স্বপ্নে এসো-সরাসরি নয়।’ অনেকেই মনে করছেন, আসন্ন ‘নিকিতা রয়’ সিনেমার প্রস্তুতির সময়েই হয়তো এই স্মৃতি ফিরে এসেছে সোনাক্ষীর মনে।

আরও পড়ুন

সিনেমাটির কেন্দ্রে রয়েছে নিকিতা নামে এক নারী, যার জীবনে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। অতীতের কিছু অপূরণীয় ঘটনার ভার, অপরাধবোধ এবং মানসিক বিভ্রান্তি মিলিয়ে তৈরি হয় এক ঘোরলাগা পরিস্থিতি। এক রাতে ঘটনার সূত্রপাত হয় এমনভাবে, যা তাঁকে ঠেলে দেয় এক অজানা ও অতিপ্রাকৃত জগতে। সিনেমার টানটান চিত্রনাট্যে ধীরে ধীরে উন্মোচিত হয় এক ভয়াবহ সত্য, যা কল্পনার চেয়েও ভয়ানক। নিকিতা চরিত্রে সোনাক্ষীর পারফরম্যান্স এই সিনেমার মূল চালিকাশক্তি। নিজের ভাইয়ের পরিচালিত প্রথম সিনেমা। একইসঙ্গে অনেক কিছুর প্রথম হয়ে সিনেমাটি এসেছে সোনাক্ষীর জীবনে। সিনেমাটি নিয়ে তাই বাড়তি আবেগ ও অনুভূতি কাজ করছে অভিনেত্রীর। 
সোনাক্ষীর পাশাপাশি সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরেশ রাওয়াল, অর্জুন রামপাল এবং সুহেইল নায়ার। এর আগে সিনেমাটি ২৭ জুন মুক্তি পাওয়ার কথা থাকলেও, সেই তারিখে কাজলের ‘মা’ ও ‘হাউসফুল ৫’-এর মতো বড় বাজেটের ছবি মুক্তি পাওয়ায় যথাযথ স্ক্রিন টাইম পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়। প্রযোজনা প্রতিষ্ঠান নিকি ভিকি ভাগনানি ফিল্মস ও নিকিতা পাই ফিল্মস লিমিটেড যৌথভাবে সিদ্ধান্ত নেয় সিনেমাটি ১৮ জুলাই মুক্তি দেওয়ার। 

এদিকে বিয়ের পর আমূল বদলে গেছেন সোনাক্ষী। ‘হীরামান্ডি’খ্যাত এই অভিনেত্রী সম্প্রতি কাজ ও জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি জানান, অভিনয় তাঁর জীবনের একটি অংশ মাত্র; সবকিছু নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

লামায় বন্ধ থাকা সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত

চাকরি দেওয়ার নামে প্রতিবন্ধী যুবকের কাছ থেকে সাড়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় ছাত্রদলকর্মী নিহত

‘জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও মানুষের কাছে দৃশ্যমান’

জামালপুরে অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন