বগুড়া শজিমেকের সামনের আন্ডারপাস এখন অবৈধ দোকানি এবং বিভিন্ন যানবাহনের স্ট্যান্ডে পরিণত

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান দুটি গেট দিয়ে নির্বিঘ্নে হাসপাতালে চলাচলের জন্য দুই গেটের সামনে আন্ডারপাস নির্মাণে আন্দোলন করতে হয়েছে দীর্ঘ দিন। এই আন্দোলনের ফসল হিসেবে দুই গেটে আন্ডারপাস নির্মাণ করা হয়েছে।
সাধারণ মানুষের চলাচলের জন্য নির্মিত আন্ডারপাস এখন অবৈধ দোকানি এবং অটোসহ বিভিন্ন ধরনের যানবাহনের স্ট্যান্ডে পরিণত হয়েছে। ফলে জরুরি মুহূর্তে আন্ডারপাস দিয়ে চলাচল করা কষ্টকর হয়ে পড়েছে।
আরও পড়ুনআন্ডারপাস থেকে দোকানিদের এবং অবৈধ স্ট্যান্ড অপসারণ না করলে এর সুফল ভোগ করতে পারছে না মেডিকেল কলেজের শিক্ষার্থী, রোগী ও তাদের স্বজনরা।
মন্তব্য করুন