অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় বগুড়ায় ৫টি যানবাহনকে জরিমানা

স্টাফ রিপোর্টার: পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের’ আওতায় আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বগুড়া জেলার বনানী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মান মাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ৫ টি যানবাহনকে মোট চার হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় এবং হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযান চলাকালে কিছু পরিবহনের চালকদেরকে ভবিষ্যতে হাইড্রোলিক হর্ন ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়। এছাড়া শব্দদূষণ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিবহনের গায়ে স্টিকার লাগানো হয়। মোবাইল কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক এবং প্রসিকিউশন প্রদান করেন এ কার্যালয়ের পরিদর্শক মো: মাহমুদল হাসান।
আরও পড়ুনএসময় জেলা পুলিশ, বগুড়া মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। শব্দ দূষণ নিয়ন্ত্রণে চলমান এই অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন