ভিডিও বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

ঈশিতের জবাবে স্তব্ধ অমিতাভ, কটাক্ষ নেটিজেনদের

অভিনেতা অমিতাভ বচ্চন

'কৌন বনেগা ক্রোড়পতি' (কেবিসি)-র মঞ্চে কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে খুদে প্রতিযোগীর কথোপকথনের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গুজরাটের গান্ধীনগরের 
 
তবে আলোচনার মূল বিষয়, ঈশিতের অতিরিক্ত আত্মবিশ্বাস নাকি ঔদ্ধত্য! খেলার শুরুতেই বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনকে থামিয়ে দেওয়ায় ঈশিতের অভিভাবকত্ব নিয়েও প্রশ্ন তুলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা।
ভাইরার হওয়া ভিডিওটিতে দেখা যায়, খেলা শুরুর আগে যখন অমিতাভ বচ্চন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ঈশিতকে খেলার নিয়মকানুন ব্যাখ্যা করতে শুরু করেন, তখনই তাকে থামিয়ে দিয়ে ঈশিত বলে ওঠে, ‘নিয়ম বলতে হবে না, আমি সব জানি।’
 
ছোট ছেলের মুখে এমন অপ্রত্যাশিত কথা শুনে রীতিমতো স্তম্ভিত হয়ে যান অমিতাভ। সেই মুহূর্তের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমি জানি না এখনকার ছেলেমেয়েরা কীভাবে কথা বলে। আমরা তো ভাবতেই পারি না।’
 
 
এই প্রজন্মের ছেলে-মেয়েদের আচরণ দেখে একাধিকবার অবাক হয়েছেন অমিতাভ। জানা যায়, এর আগেও ‘কেবিসি জুনিয়র’-এর মঞ্চে দেরাদুনের অ্যাঞ্জেল নাথানি নামের এক প্রতিযোগীর অতিরিক্ত কথা বলা এবং বিভিন্ন বিষয়ে অনর্গল মতামত প্রকাশ তাকে একইভাবে হতবাক করেছিল।
 
 
তবে ঈশিতের এই অতিরিক্ত আত্মবিশ্বাসী বা সমালোচকদের মতে ‘অহংকারী’ আচরণ ভালো চোখে দেখেনি নেটদুনিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মনে করছেন, আত্মবিশ্বাস আর অহঙ্কারের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে, তা ঈশিতকে বুঝতে শেখানো উচিত। তাদের মতে, অমিতাভ বচ্চনের মতো ব্যক্তিত্বের সামনে এমন আচরণ চরম ‘বেয়াদবি’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা ইলিশ সংরক্ষণে সারিয়াকান্দির যমুনা নদীতে অভিযানে, ১০ হাজার মিটার জাল জব্দ

নওগাঁর বদলগাছীতে প্রধান শিক্ষককে অপহরণ করে অবৈধ নিয়োগপত্রে সই নেয়ার অভিযোগ

বগুড়ার শিবগঞ্জে আমন ধান ক্ষেতে মাজরা ও কারেন্ট পোকার আক্রমণ

বগুড়ার শিবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

দিনাজপুরে অটোচালককে কুপিয়ে অটো ছিনতাইয়ের চেষ্টা ২ ছিনতাইকারী আটক

কুড়িগ্রামে নৌকা দুর্ঘটনায় একজন নিহত