ভিডিও মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

‘সাইয়ারা’ জুটির প্রেমের গুঞ্জন!

‘সাইয়ারা’ জুটির প্রেমের গুঞ্জন!, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : প্রেমের বাঁধনে বাঁধা পড়েছেন জনপ্রিয় সিনেমা ‘সাইয়ারা’ জুটির তারকা অহান পাণ্ডে ও অনীত পড্ডার। পর্দায় তাদের গভীর রসায়ন দর্শককে মুগ্ধ করেছিল; এবার বাস্তবেও তারা সম্পর্কে জড়িয়েছেন বলে যে জল্পনা চলছিল, তাতে যেন পাকাপাকিভাবে সিলমোহর দিলেন অহান।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনীতের সঙ্গে একান্ত মুহূর্তের ছবি ভাগ করে নেওয়ায় সেই প্রশ্নই উঠেছে সোমবার ছিল অনীতের ২৩তম জন্মদিন। আর বিশেষ এই দিনটিকেই ভালোবাসার রঙে রাঙিয়ে দিলেন অহান। জন্মদিন উপলক্ষে দু’জনের কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। ছবিগুলোতে স্পষ্ট, চলতি বছরের শুরুতে মুম্বাইয়ে অনুষ্ঠিত ব্রিটিশ ব্যান্ড ‘কোল্ডপ্লে’-এর কনসার্টে তারা একসঙ্গে গিয়েছিলেন।

ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, চোখ বুজে কনসার্ট উপভোগ করছেন অহান। আর ঠিক তখনই তার কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে শুয়ে আছেন অনীত। তার চোখেমুখে সেই আনন্দের ছাপ স্পষ্ট। উল্লেখ্য, ‘সাইয়ারা’ মুক্তির বহু আগেই এই কনসার্ট হয়েছিল। তাই অনুরাগীদের ধারণা, ছবির শুটিং চলার সময়ই নাকি দু’জনের মধ্যে ভালোবাসার এই সম্পর্ক তৈরি হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, অহান ও অনীত নাকি বেশকিছু দিন ধরেই সম্পর্কে রয়েছেন। পরস্পরের প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ। একসঙ্গে শুটিং করা, সময় কাটানোর মধ্যে দিয়েই তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে।

আরও পড়ুন

চলতি বছর ১৮ জুলাই মুক্তি পেয়েছিল ‘সাইয়ারা’ সিনেমাটি, যা বক্স অফিসেও দারুণ আলোড়ন সৃষ্টি করেছিল। পর্দায় তাদের সমীকরণ এবার বাস্তবে নতুন মোড় নেওয়ায় ভক্তরা ভীষণ উচ্ছ্বসিত। এখন দেখার বিষয়, ভালোবাসার এই সম্পর্ক নিয়ে তারা প্রকাশ্যে মুখ খোলেন কিনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোবিন্দহুদায় জমিজমা সংক্রান্ত বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা, তিনজনের অবস্থা আশঙ্কাজনক

গণতন্ত্রের বিকল্প শুধুই গণতন্ত্র : মির্জা ফখরুল

দেশের গভীর সমুদ্রে মৎস্য আহরণে সহায়তার আশ্বাস এফএও মহাপরিচালকের

বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় ২ ছাত্রদল নেতা নিহত

ইলিয়াস কাঞ্চনকে নিয়ে আবেগঘন বার্তা শাবনূরের

আন্দোলনরত শিক্ষকদের পাশে পানি নিয়ে ছাত্রদল নেতা