পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা আরো বলেন, শব্দদূষণকারী যানবাহন ও কারখানার বিরুদ্ধে এই ধরনের অভিযান চলমান থাকবে। নিয়মিত নজরদারি ও আইন প্রয়োগের মাধ্যমেই নগরবাসীকে শান্ত পরিবেশ ফিরিয়ে দিতে চায় প্রশাসন।
নারায়ণগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযান, ৫ যানবাহনকে জরিমানা

নারায়ণগঞ্জ শহরের শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে শব্দদূষণ বিধি লঙ্ঘনের দায়ে পাঁচ যানবাহনের মালিকের কাছ থেকে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে জব্দ করা হয় চারটি অবৈধ উচ্চ শব্দের হর্ন।
গতকাল সোমবার (১৪ অক্টোবর) দুপুরে সদর থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানটি পরিচালনা করেন নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফারাহ ফাতেহা তাকমিল এবং খন্দকার শমিত রাজা। অভিযানে সহযোগিতা করেন সদর থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম অভিযানে প্রসিকিউশন প্রদান করেন। তিনি জানান, শব্দদূষণ বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী এ জরিমানা করা হয়।
আরও পড়ুনমন্তব্য করুন