আশুগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি প্রসাধনীসহ দুই যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি প্রসাধনীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পাচার কাজে ব্যবহার করা মাইক্রোবাসটি জব্দ করা হয়।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোহাগ সিকদার (৩৮) ও পাপেল মিয়া (৩৬)। এর মধ্যে সোহাগ সিকদার বরিশাল জেলার পাংশা উপজেলার পাপেল মিয়া ও ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের আব্দুর রশিদ।
আরও পড়ুনওসি খায়রুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে সোনারামপুর ব্রিজের কাছে একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। পরে মাইক্রোবাস থেকে ৬০০ পিস বিদেশি মেকআপ রিমোভার, ২৫৫ পিস ফেসওয়াশ, ২৬৫ পিস স্কিন কেয়ার ক্রিম, ২৪ বোতল শ্যাম্পু উদ্ধার করা হয়।
জব্দ করা হয় পাচার কাজে ব্যবহার করা মাইক্রোবাসটিও। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরো বলেন, উদ্ধারকৃত প্রসাধনীর আনুমানিক মূল্য ৭ লাখ টাকা। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
মন্তব্য করুন