ভিডিও বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

দিনাজপুরের ফুলবাড়ীতে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

দিনাজপুরের ফুলবাড়ীতে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছ জব্দ করা হয়েছে। অভিযানে প্রায় ২০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় পৌর মাছ বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এই মাছ জব্দ করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী। অভিযানে সহযোগিতা করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে পৌর মৎস্য বাজারে একটি মাছের দোকানে পিরানহা মাছ বিক্রির সময় অভিযান চালানো হয়। এসময় মাছ বিক্রেতা পালিয়ে যায়। পরে জব্দকৃত নিষিদ্ধ প্রায় ২০ কেজি পিরানহা মাছ উপজেলা মৎস্য অধিদপ্তরে নিয়ে এসে স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

আরও পড়ুন

উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার বলেন, নিরাপদ মৎস্য সম্পদের আলোকে মৎস্য সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়েছে। তিনি বলেন, পিরানহা একটি আগ্রাসী ও ক্ষতিকর বিদেশি রাক্ষসী মাছ। এটি দেশীয় মাছ ধ্বংস করে জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করে। সরকার এই মাছের উৎপাদন, চাষ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। বাজারে যেন কেউ এ মাছ বিক্রি না করে, সে বিষয়ে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার মো.ইসাহাক আলী বলেন, সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বে¡ও কেউ যদি পিরানহা মাছ বিক্রি করে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা ইলিশ সংরক্ষণে সারিয়াকান্দির যমুনা নদীতে অভিযানে, ১০ হাজার মিটার জাল জব্দ

নওগাঁর বদলগাছীতে প্রধান শিক্ষককে অপহরণ করে অবৈধ নিয়োগপত্রে সই নেয়ার অভিযোগ

বগুড়ার শিবগঞ্জে আমন ধান ক্ষেতে মাজরা ও কারেন্ট পোকার আক্রমণ

বগুড়ার শিবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

দিনাজপুরে অটোচালককে কুপিয়ে অটো ছিনতাইয়ের চেষ্টা ২ ছিনতাইকারী আটক

কুড়িগ্রামে নৌকা দুর্ঘটনায় একজন নিহত