ভিডিও মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

প্রথমে গোল্ড মেডেল, এবার ডিন’স অ্যাওয়ার্ড পেলেন ঢাবি শিবির নেতা মাজহার

প্রথমে গোল্ড মেডেল, এবার ডিন’স অ্যাওয়ার্ড পেলেন ঢাবি শিবির নেতা মাজহার, ছবি: দৈনিক করতোয়া

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক এবং ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র আন্দোলন ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম এবার বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ *ডিন’স অ্যাওয়ার্ড* পেয়েছেন।

তিনি অ্যাকাডেমিক এক্সিলেন্স ক্যাটাগরিতে এই পুরস্কার অর্জন করেন।  মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে থেকে তিনি পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে মাজহারুল ইসলাম লিখেছেন, “আলহামদুলিল্লাহ, এক্সিলেন্স ক্যাটাগরিতে ডিন’স অ্যাওয়ার্ড পেয়েছি। এটি আমার ছাত্রজীবনের অন্যতম মর্যাদাপূর্ণ অর্জন।”

তিনি আরও লেখেন,   “একটা সময় ডিন’স অ্যাওয়ার্ডের প্রতি ভীষণ ফ্যাসিনেশন কাজ করত। আজ সর্বোচ্চ ক্যাটাগরিতে তা অর্জন করতে পারায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের দোয়া প্রার্থী।” এর আগে, গত ৯ অক্টোবর প্রকাশিত ডিন’স অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়।

আরও পড়ুন

উল্লেখ্য, এর আগেও তিনি অনার্সে প্রথম স্থান অর্জন করে  গোল্ড মেডেল লাভ করেন। মাস্টার্সের প্রথম সেমিস্টারেও তিনি ৪.০০ এর মধ্যে ৪.০০ সিজিপিএ  অর্জন করেন। মাজহারুল ইসলাম ২০১৮–১৯ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবং কবি জসীমউদ্দিন হলের আবাসিক।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমে গোল্ড মেডেল, এবার ডিন’স অ্যাওয়ার্ড পেলেন ঢাবি শিবির নেতা মাজহার

রাজধানীতে জামায়াতসহ সাত দলের মানববন্ধন কর্মসূচি শুরু

জুয়ার বিজ্ঞাপন না থামালে ক্রিকইনফো ব্লক হতে পারে : ফয়েজ আহমদ তৈয়্যব

আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে চয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট

আজ বাংলাদেশের লক্ষ্য আশা বাঁচিয়ে রাখা

অধ্যক্ষের অনুরোধে অবরোধ প্রত্যাহার, সায়েন্সল্যাব থেকে সরে গেলেন শিক্ষার্থীরা