ভিডিও মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

শিক্ষকদের দাবি আদায়ে  বিক্ষোভ ঘোষণা ঢাবি শিক্ষার্থীদের

শিক্ষকদের দাবি আদায়ে  বিক্ষোভ ঘোষণা ঢাবি শিক্ষার্থীদের, ছবি: দৈনিক করতোয়া।

ঢাবি প্রতিনিধি: ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা আজ মঙ্গলবার (১০ অক্টোবর) টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন। নতুন কর্মসূচির অংশ হিসেবে দুপুরে তারা সচিবালয় অভিমুখে পদযাত্রা (মার্চ টু সচিবালয়) করবেন। শিক্ষক নেতারা জানিয়েছেন, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে।

অন্যদিকে, আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ ও তাদের যৌক্তিক দাবির প্রতি সংহতি জানিয়ে কর্মসূচি ঘোষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী।

জানা গেছে, সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ–২’নামের একটি ফেসবুক গ্রুপে কে এম রাকিবুল ইসলাম** নামে এক শিক্ষার্থী পোস্ট দিয়ে এ কর্মসূচির আহ্বান জানান।

পোস্টে তিনি লেখেন, “আমরা এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে সংহতি জানিয়ে রাজপথে নামতে যাচ্ছি। শিক্ষকদের ওপর বর্বর পুলিশি হামলার প্রতিবাদে এবং তাদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবেকবান শিক্ষার্থীদের অংশগ্রহণ কামনা করছি।”

আরও পড়ুন

কর্মসূচির সময় ও স্থান হিসেবে তিনি উল্লেখ করেন— সকাল ১০টায় রাজু ভাস্কর্যের সামনে সমবেত হওয়া।

রাকিবুল ইসলাম আরও লেখেন, “আগামীকাল (মঙ্গলবার) শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী তাদের দাবি নিয়ে সচিবালয়ের উদ্দেশে রওনা দেবেন। সম্ভাব্য পুলিশি হামলা থেকে শিক্ষকদের সুরক্ষা দিতে আমাদের উপস্থিত থাকা জরুরি। যদিও ডিএমপি থেকে জানানো হয়েছে, হামলা হবে না— তবুও নিরাপত্তার স্বার্থে আমাদের থাকা উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবেকবান শিক্ষার্থীরা বেঁচে থাকতে শিক্ষক সমাজের ওপর আর কোনো হামলা হতে দিতে পারি না। এমনটি হলে তা হবে জাতির জন্য, ছাত্রসমাজের জন্য এবং রাষ্ট্রের জন্য লজ্জাজনক।”

এর আগে সোমবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী ঘোষণা দেন, “রাতের মধ্যে যদি প্রজ্ঞাপন বা কোনো ঘোষণা না আসে, তবে আমাদের লং মার্চ ও কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষকদের দাবি আদায়ে  বিক্ষোভ ঘোষণা ঢাবি শিক্ষার্থীদের

আজ জামায়াতসহ ৭ দলের মানববন্ধন 

আজ কুষ্টিয়ার ৬ হত্যা মামালায় ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি

ড. ইউনূসের সঙ্গে জিবুতির প্রধানমন্ত্রীর বৈঠক

এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে গড়াল , আজ ‘মার্চ টু সচিবালয়’

আজ সারাদেশের সরকারি কলেজে শিক্ষকদের কর্মবিরতি