ঢাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৯ অক্টোবর, পরীক্ষা শুরু ২৮ নভেম্বর

ঢাবি প্রতিনিধি: চলতি বছরের ২৮ নভেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা শুরু হবে। এদিন ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হবে এবারের শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা।
আজ সোমবার (১৩ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুনসভার সিদ্ধান্ত মতে, ভর্তি পরীক্ষার অবেদন শুরু হবে ২৯ অক্টোবর। চলবে ১৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। সিদ্ধান্ত মতে, ২৮ নভেম্বর আইবিএ ইউনিট, ২৯ নভেম্বর চারুকলা, ৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা, ১৩ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ২০ ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন