চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় নারী ও এক ইউপি সদস্যসহ দু’জনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে ৯৫০ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের একটি মামলায় এক নারী এবং বর্তমান এক ইউপি সদস্যসহ দু’জনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
দন্ডিতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা ফাটাপাড়া গ্রামের আমীর আলীর ছেলে এবং ঐ ইউপি’র ৩নং ওয়ার্ডেও বর্তমান সদস্য জুয়েল রানা (৩৪) এবং জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেরপুর গ্রামের মুকুল রানার স্ত্রী ববিতা খাতুন (৩৩)।
আজ রোববার (১২ অক্টোবর) বিকেল সোয়া ৪ টায় চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন আসামি ববিতার উপস্থিতিতে এবং আসামি জুয়েল রানার অনুপস্থিতিতে (পলাতক) আদেশ ঘোষণা করেন।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) মো. ময়েজ উদ্দিন বলেন, ২০২৩ সালের ১৪ অক্টোবর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অভিযানে জেলা শহরের বালুবাগান মহল্লার ভাড়া বাড়ি থেকে ৭৫০ গ্রাম হেরোইন গ্রেফতার হন ববিতা।
আরও পড়ুনএরপর তার দেয়া তথ্যে তাৎক্ষণিক শহরের বেলেপুকুর মহল্লার নিজ শহরের বাড়ি থেকে ২শ’ গ্রাম হেরোইনসহ গ্রেফতার হন জুয়েল রানা। এ ঘটনায় ওইদিন ওই দু’জনকে আসামি করে সদর থানায় মামলা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) আসাদুর রহমান।
২০২৩ সালের ১৫ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের তৎকালীন পরিদর্শক ইলিয়াস গোসেন তালুকদার ওই দু’জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ১০ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আজ রোববার (১২ অক্টোবর) আদালত সাজা ঘোষণা করেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন এড. রমজান আলী হিরো।
মন্তব্য করুন