নওগাঁর পোরশায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় পুকুরের পানিতে ডুবে সাদিয়া জান্নাত(১০) নামে এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (১২ অক্টোবর) দুপুরে পোরশা দিঘিপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। সে উপজেলার পোরশা বাঁশবাড়ি গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে।
জানা যায়, সাদিয়া পোরশা দিঘিপাড়া গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে। আজ রোববার (১২ অক্টোবর) দুপুরে সাদিয়াসহ আরও কয়েকজন শিশু সেখানকার একটি পুকুরে গোসল করতে নামে।
আরও পড়ুনএকপর্যায়ে পুকুরের পানিতে তলিয়ে যায় সে। স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন