ভিডিও রবিবার, ১২ অক্টোবর ২০২৫

খুলনায় প্রতিবেশীর উঠান থেকে শিশুর মরদেহ উদ্ধার,আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর

খুলনায় প্রতিবেশীর উঠান থেকে শিশুর মরদেহ উদ্ধার,আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর

খুলনার দিঘলিয়ায় প্রতিবেশী ফয়সালের বাড়ির উঠান থেকে ৭ বছরের শিশু জিসানের মরদেহ উদ্ধারের পর ওই বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

আজ রোববার (১২ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী এবং স্থানীয় মিল শ্রমিকরা উপজেলার দেয়াড়া খেয়াঘাট এলাকায় ফয়সালের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।    

নিহত জিসানের বাবা মো. আলমগীর হোসেন বাদী হয়ে রোববার ফয়সাল ও তার বাবা-মাকে আসামি করে দিঘলিয়া থানায় মামলা দায়ের করেন।  

পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফয়সাল (২৫), তার বাবা জিএম হান্নান (৫২) ও মা মাহিনুর বেগমকে (৪৫) গ্রেপ্তার করেছে।

এর আগে শনিবার (১১ অক্টোবর) বিকেলে দেয়াড়া খেয়াঘাট সংলগ্ন প্রতিবেশী জিএম হান্নান হোসেনের বাড়ির উঠান থেকে হাত-পা বাঁধা, ধারালো অস্ত্র দিয়ে কোপানো অবস্থায় বস্তার ভেতর থেকে শিশু জিসানের মরদেহ উদ্ধার করে দিঘলিয়া থানা পুলিশ এবং যৌথ বাহিনী।গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে নিহত জিসান পার্শ্ববর্তী তার চাচার বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর জিসান নিখোঁজ হয়।

আরও পড়ুন

দিঘলিয়া থানা সেকেন্ড অফিসার (এসআই) লিটন কুমার মন্ডল বলেন, এ ঘটনায় দায়ের করা মামলার আসামি ফয়সাল এবং তার বাবা জিএম হান্নান ও মা মাহিনুর বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তথ্য উদঘাটনের জন্য আসামিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।  

এদিকে শিশু জিসানকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসির দাবি জানিয়ে মানববন্ধন করেছে স্থানীয়রা। মানববন্ধনে বক্তৃতা করেন শেখ আবু জাফর, অধ্যাপক মনিবুর রহমান, শেখ মাহবুব আলম, মোল্লা নাজমুল হক, মোঃ জহিরুল ইসলাম, জিয়াউদ্দিন মিলটন, মোল্লা রাজু আহমেদ, মাহামুদুল হাসান মিঠু, আব্দুল কাদের জনি, মোহাম্মদ আলী টুটুল, হালিম খলিফা, রাজীব আহমেদ, সোহেল জাফর মঈন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকের বিপজ্জনক বিস্তার

খুলনায় প্রতিবেশীর উঠান থেকে শিশুর মরদেহ উদ্ধার,আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর

নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্য আহত

মুন্সীগঞ্জে হত্যার দায়ে দুজনের যাবজ্জীবন

নরসিংদীতে সিসা তৈরির কারখানায় আগুন, দগ্ধ ৭ 

এনসিপিকে শাপলা দেয়া ইসির এখতিয়ারে পড়ে না: সিইসি