ভিডিও রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১২ অক্টোবর, ২০২৫, ০৩:২৬ দুপুর

মিশর সফরে থাকা কাতারের তিন কূটনীতিক নিহত

মিশর সফরে থাকা কাতারের তিন কূটনীতিক নিহত, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : চলতি সপ্তাহের শুরুতে গাজা ইস্যুতে আলোচনার জন্য মিশর সফরে গিয়েছিলেন কাতারের বেশ কয়েকজন কূটনীতিক। মিশরে মর্মান্তিক এক দুর্ঘটনায় তাদের মধ্যে তিনজন নিহত হয়েছেন। রোববার (১২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, রোববার এক্সে দেয়া বার্তায় মিশরে থাকা কাতারের দূতাবাস বলেছে, ‘মিশরের লোহিত সাগরের অবকাশযাপনকারী শহর শারম আল-শেখের কাছে এক গাড়ি দুর্ঘটনায় কাতারের শীর্ষ সরকারি সংস্থা আমিরি দিওয়ানের তিন কর্মচারী নিহত হয়েছেন।’ দূতাবাস জানিয়েছে, এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন এবং তাদের শহরের হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। আহত এবং নিহতদের মৃতদেহ রোববারই দোহায় ফিরিয়ে আনা হবে বলেও জানিয়েছে দূতাবাস।

আরও পড়ুন

দুটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানায়, শহর থেকে ৫০ কিলোমিটার (৩১ মাইল) দূরে একটি রাস্তার বাঁকের ওপর কাতারি কূটনীতিকদের বহনকারী গাড়িটি উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। এর আগে চলতি সপ্তাহের শুরুতে কাতার, তুরস্ক এবং মিশরের কর্মকর্তারা শারম আল-শেখে পরোক্ষ আলোচনায় অংশ নেওয়ার কয়েকদিন পরেই এই দুর্ঘটনা ঘটে। ওই আলোচনার ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজায় যুদ্ধ শেষ করার পরিকল্পনার প্রথম পর্যায়ে ইসরায়েল এবং হামাসের মধ্যে চুক্তি হয়েছিল। চুক্তিটি চূড়ান্ত করার লক্ষ্যে আগামী সোমবার মিশরীয় শহরটিতে একটি বিশ্বব্যাপী শীর্ষ সম্মেলনের আয়োজন হতে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া জেলা প্রশাসকসহ দেশের বিভিন্ন জেলার ১৫ ডিসি রদবদল

সেই দুই শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

বগুড়ার সারিয়াকান্দির চরাঞ্চলের ছনপাতা বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালানকৃত ৬টি গবাদিপশু ও ৫০ কেজি বিড়ির মসলা জব্দ

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় সার ব্যবসায়ী নিহত

বগুড়ার শাহজাহানপুরে বার্মিজ চাকুসহ যুবক গ্রেফতার