যুক্তরাষ্ট্রে মাদক পাচারে জড়িত যেকোনও দেশে হামলার হুঁমকি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকায় অবৈধ মাদক পাচারে জড়িত যেকোনও দেশের ওপর সামরিক হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, কোনও দেশ যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক পাচারে জড়িত থাকলে সেই দেশকে আক্রমণ করা হতে পারে। তার বক্তব্যের পরই কলম্বিয়ার প্রেসিডেন্টও পাল্টা অভিযোগ ও কড়া সতর্কবার্তা দেন। আর এটি লাতিন আমেরিকা অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার হোয়াইট হাউসে এক বৈঠকের সময় সাংবাদিকদের সামনে হামলার হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প।
তিনি বলেন, “কেউ যদি এটা করে এবং আমাদের দেশে মাদক বিক্রি করে, তারা হামলার আওতায় পড়বে।” এর আগে তিনি কলম্বিয়া থেকে কোকেন আসার বিষয়টি তুলে ধরেন।
এর জবাবে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, তাদের দেশ প্রতি ৪০ মিনিটে একটি করে মাদক প্রস্তুতকারক ল্যাব ধ্বংস করে— ‘সেটিও আবার কোনও ক্ষেপণাস্ত্র ছাড়া।’
সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগর অঞ্চলে কথিত মাদকবাহী নৌকাগুলোর বিরুদ্ধে হামলা জোরদার করেছেন। মার্কিন সেনাদের মিসাইল হামলায় ইতোমধ্যে বহু মানুষ নিহত হয়েছেন। এছাড়া ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বেড়ে যাওয়ায় ট্রাম্প ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। আর ভেনেজুয়েলা হচ্ছে কলম্বিয়ার সীমান্তবর্তী দেশ।
আরও পড়ুনট্রাম্প প্রশাসন অভিযোগ করছে, মাদুরো যুক্তরাষ্ট্রে প্রবেশ করা অবৈধ মাদক সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তবে মাদুরো এসব অভিযোগ অস্বীকার করেছেন। সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন।
মঙ্গলবার ট্রাম্প সাংবাদিকদের আরও বলেন, “শুধু ভেনেজুয়েলা নয়, যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক পাঠায় এমন যেকোনও দেশই স্থল হামলার মুখে পড়তে পারে।”
তিনি বলেন, “আমি শুনেছি কলম্বিয়ায় কোকেন উৎপাদন হয়, সেখানে কোকেন তৈরির কারখানা আছে, আর তারা সেই কোকেন আমাদের কাছে বিক্রি করে।”
বিপরীতে ট্রাম্প প্রশাসনের আরোপিত ব্যক্তিগত নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রেসিডেন্ট পেত্রো ট্রাম্পকে তাদের মাদকবিরোধী অভিযানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। পেত্রোর ভাষায়, “আমাদের সার্বভৌমত্বকে হুমকি দেবেন না। আমাদের সার্বভৌমত্বে আঘাত মানে যুদ্ধ ঘোষণার সামিল।”
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








_medium_1764769319.jpg)