ভিডিও রবিবার, ১২ অক্টোবর ২০২৫

সরকারকে সন্ধ্যা পর্যন্ত আল্টিমেটাম এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের 

সরকারকে সন্ধ্যা পর্যন্ত আল্টিমেটাম এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের, ছবি: সংগৃহীত।

মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া দেওয়াসহ তিন দাবি পূরণে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকারকে রোববার (১২ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন। তারা হুঁশিয়ারি দিয়েছেন, সোমবারের (১৩ অক্টোবর) মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে।

আজ রোববার রাজধানীর প্রেসক্লাব এলাকায় অবস্থান কর্মসূচি শুরু করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। কর্মসূচিতে যোগ দিয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এই আল্টিমেটামের ঘোষণা দেন। তিনি বলেন, দাবি মানা না হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন।

এদিকে, কর্মসূচি চলাকালীন এমপিওভুক্ত শিক্ষকদের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে গিয়েছে। তারা অর্থ উপদেষ্টা এবং সচিবের সঙ্গে আলোচনায় বসবেন বলে শিক্ষকেরা জানিয়েছেন। প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে রয়েছেন-জোটের আহ্বায়ক অধ্যক্ষ মাঈন উদ্দিন, সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীসহ অন্যান্য যুগ্ম আহ্বায়ক ও সদস্যসচিবরা। 

আরও পড়ুন

উল্লেখ্য, এমপিও হলো মান্থলি পে অর্ডার বা মাসিক বেতন আদেশ, যার মাধ্যমে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা প্রতি মাসে বেতনের মূল অংশ ও কিছু ভাতা সরকার থেকে পান। বর্তমানে দেশে ২৯ হাজার ১৬৪টি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে স্কুল ও কলেজ ২০ হাজার ৪৩৭টি এবং এসব প্রতিষ্ঠানে সাড়ে ৫ লাখের বেশি শিক্ষক-কর্মচারী কর্মরত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিকে শাপলা দেয়া ইসির এখতিয়ারে পড়ে না: সিইসি

আর্জেন্টিনা দলে দুঃসংবাদ

পাকিস্তানের ২৫ সীমান্তপোস্ট দখল ও ৫৮ সেনা হত্যার দাবি আফগানিস্তানের

হাইকোর্টের দ্বারস্থ কুমার শানু!

কাবরেরার বিদায় এবং হামজাকে অধিনায়কত্ব দেওয়ার পরামর্শ আমিনুলের

ইসরাইল গাজার চুক্তি মানবে-এটা বিশ্বাস করে না ইরান