ভিডিও রবিবার, ১২ অক্টোবর ২০২৫

আবারও জোড়া গোল মেসির, বড় ব্যবধানে জিতল মায়ামি

আবারও জোড়া গোল মেসির, বড় ব্যবধানে জিতল মায়ামি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির অসাধারণ নৈপুণ্যে আটলান্টা ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। ম্যাচে দলের হয়ে জোড়া গোল করেন এলএমটেন।

রোববার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে নিজেদের মাঠ চেজ স্টেডিয়ামে আটলান্টাকে আতিথ্য দেয় মায়ামি।

ম্যাচে প্রথম গোলের দেখা পেতে স্বাগতিকদের অপেক্ষা করতে হয়েছে অনেকটা সময়। ৩৮তম মিনিটে ত্রাতা হয়ে আসেন দলের প্রাণভোমরা মিওনেল মেসি। বা পায়ের দুর্দান্ত শটে জালে বল জড়িয়ে দলকে এগিয়ে দেন মায়ামি অধিনায়ক। ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় মেসিরা।দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে স্কোরশিটে নাম তোলেন এই মৌসুম শেষেই পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দেয়া আলবা।

আরও পড়ুন

এরপর মায়ামির পক্ষে স্কোরলাইন ৩-০ করেন সুয়ারেজ। ম্যাচের অন্তিম মুহূর্তে নিজের দ্বিতীয় গোলের দেখা পান এলএমটেন। এর সুবাদে মেজর লিগ সকারে ব্যাক্তিগত সর্বোচ্চ ২৬ গোলের দেখা পান তিনি। যা ছাড়িয়ে গেছে ২০২৩ সালে এমএলএসের গোল্ডেন বুটজয়ী ডেনিস বুয়াঙ্গাকে।

এদিন ম্যাচ শেষে বিদায়ী সংবর্ধনা দেয়া হয় সম্প্রতি ফুটবল থেকে অবসরের ঘোষণা দেয়া আলবাকে। এ সময় স্প্যানিশ তারকাকে সম্মান জানিয়ে একটি ভিডিও প্রামাণ্যচিত্রও দেখানো হয়। প্রতিক্রিয়া জানাতে গিয়ে আলবা বলেন, ‘আমি মনে করি আমার ক্যারিয়ারটা খুবই ভালো কেটেছে। সব দিক থেকেই সুবিধাজনক দলগুলোতে ছিলাম। এই ভিডিওতেও সেটাই প্রতিফলিত হয়েছে।’উল্লেখ্য, ৩৩ ম্যাচে সমান ৬২ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের টেবিলে যথাক্রমে দুই-তিনে আছে এফসি সিনসিনাতি ও ইন্টার মায়ামি। ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া ইউনিয়ন। আগামী ১৯ নভেম্বর ন্যাশভিলের মুখোমুখি হবে মেসি-সুয়েরেজরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিকে শাপলা দেয়া ইসির এখতিয়ারে পড়ে না: সিইসি

আর্জেন্টিনা দলে দুঃসংবাদ

পাকিস্তানের ২৫ সীমান্তপোস্ট দখল ও ৫৮ সেনা হত্যার দাবি আফগানিস্তানের

হাইকোর্টের দ্বারস্থ কুমার শানু!

কাবরেরার বিদায় এবং হামজাকে অধিনায়কত্ব দেওয়ার পরামর্শ আমিনুলের

ইসরাইল গাজার চুক্তি মানবে-এটা বিশ্বাস করে না ইরান