ভিডিও রবিবার, ১২ অক্টোবর ২০২৫

মেক্সিকোকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

মেক্সিকোকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। চিলির সান্তিয়াগোয় অনুষ্ঠিত এই ম্যাচে ছিল ফাউল এবং হলুদ কার্ডের ছড়াছড়ি, এমনকি দুজন খেলোয়াড় দেখেছেন লাল কার্ডও।

চারবারের চ্যাম্পিয়নরা ২০০৭ সালের পর এবারই প্রথম যুব বিশ্বকাপের শেষ চারে উঠল। প্রতি দুই বছর পর হওয়া এই টুর্নামেন্টের সর্বশেষ সাত আসরের মধ্যে আর্জেন্টিনার সেরা সাফল্য ছিল কোয়ার্টার ফাইনাল। সান্তিয়াগোর জুলিও মার্তিনেজ প্রাদানোস স্টেডিয়ামে আর্জেন্টিনা দুই অর্ধে দুটি গোল করে জয় নিশ্চিত করে। ম্যাচের নবম মিনিটেই মেক্সিকান গোলকিপারের ভুলের সুযোগে বল পেয়ে দলকে এগিয়ে দেন মাহের কারিজো। এই ১৯ বছর বয়সী সেন্টার ফরোয়ার্ডের এবারের আসরে এটি তৃতীয় গোল। আর্জেন্টিনা দ্বিতীয় গোলটি পায় ম্যাচের ৫৬তম মিনিটে। বদলি নামা মাতেও সিলভেত্তি গতিময় শটে স্কোরলাইন ২-০ করেন। ইন্টার মায়ামিতে খেলা এই উইঙ্গারের টুর্নামেন্টে এটি দ্বিতীয় গোল। শেষ পর্যন্ত দুই গোলের ব্যবধান ধরে রেখেই মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।

তবে মাঠ ছাড়ার আগে দুই দলের খেলোয়াড়দের শরীরী ভাষায় ছিল আক্রমণাত্মক ভাব। পুরো ম্যাচে মোট ৩৭টি ফাউল হয়েছে, যার মধ্যে ২০টি করেছে আর্জেন্টিনা এবং ১৭টি মেক্সিকো। কার্ড বেশি দেখেছেন মেক্সিকানরা; দলটি ৭টি হলুদ কার্ড ও দুটি লাল কার্ড দেখেছে। এর মধ্যে ৯০ মিনিটের খেলা শেষে যোগ করা দ্বিতীয় মিনিটে দিয়েগো ওচোয়া দুই হলুদ কার্ডের যোগফলে লাল কার্ড দেখেন। আর যোগ করা সপ্তম মিনিটে তাহিয়েল জিমেনেজ সরাসরি লাল কার্ড দেখেন সিলভেত্তির গলা চেপে ধরায়। 

আরও পড়ুন

ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী বুধবার আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া, যারা গতকালের অন্য কোয়ার্টার ফাইনালে ৩-২ গোলে স্পেনকে পরাজিত করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিকে শাপলা দেয়া ইসির এখতিয়ারে পড়ে না: সিইসি

আর্জেন্টিনা দলে দুঃসংবাদ

পাকিস্তানের ২৫ সীমান্তপোস্ট দখল ও ৫৮ সেনা হত্যার দাবি আফগানিস্তানের

হাইকোর্টের দ্বারস্থ কুমার শানু!

কাবরেরার বিদায় এবং হামজাকে অধিনায়কত্ব দেওয়ার পরামর্শ আমিনুলের

ইসরাইল গাজার চুক্তি মানবে-এটা বিশ্বাস করে না ইরান