ভিডিও রবিবার, ১২ অক্টোবর ২০২৫

তালেবান ও পাকিস্তানি বাহিনীর ব্যাপক সংঘর্ষ

তালেবান ও পাকিস্তানি বাহিনীর ব্যাপক সংঘর্ষ, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে তালেবান ও পাকিস্তানি বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। গত শনিবার (১১ অক্টোবর) রাতভর উভয়পক্ষের সংঘর্ষ চলে। দু’পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে ইরান, কাতার ও সৌদি আরব। খবর আল জাজিরার।

গত শনিবার আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারিজিমি দাবি করেন, ‘বারবার আফগান ভূখণ্ডে বিমান হামলার জবাবে পাকিস্তানি সেনাদের ওপর প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তালেবান যোদ্ধারা।’তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় জানান, শনিবার মধ্যরাতেই অভিযান শেষ হয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, বিনা উসকানিতে হামলা চালিয়েছে আফগানিস্তান। পাকিস্তানি বাহিনী কড়া জবাব দিয়েছে।তিনি সামাজিকমাধ্যম এক্সে দেয়া বার্তায় বলেন, বেসামরিক লোকজনের ওপর আফগান বাহিনীর গুলি চালানো আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। পাকিস্তানি বাহিনী দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া দেখিয়ে স্পষ্ট করেছে যে, কোনো উস্কানি সহ্য করা হবে না।

নিরাপত্তা সূত্রের বরাতে রেডিও পাকিস্তান জানিয়েছে, সীমান্তের প্রায় ছয়টি স্থানে হামলা করেছে আফগানিস্তান। এসব হামলার পাল্টা জবাব দিয়েছে সেনাবাহিনী।

আরও পড়ুন

আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলায় বিস্ফোরণের কয়েক দিন পর নতুন করে সংঘাতে জড়াল দেশ দুটি। ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছে তালেবান।

তবে এই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। পাল্টা অভিযোগ তুলে ইসলামাবাদ বলেছে, আফগান তালেবান প্রশাসন পাকিস্তানি তেহরিক-ই তালেবান যোদ্ধাদের আশ্রয় দিচ্ছে, যারা ভারতের মদদে পাকিস্তানে হামলা চালিয়ে থাকে।

নয়াদিল্লি এই অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে তালেবান দাবি করেছে, তাদের ভূখণ্ড অন্য দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেয়া হয় না।

এদিকে দুই দেশের ক্রমবর্ধমান উত্তেজনা আঞ্চলিক উদ্বেগের কারণে পরিণত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দুই প্রতিবেশীকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। কাতার এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে উভয়পক্ষকে সংলাপ ও কূটনীতিতে জোর দেয়ার পরামর্শ দিয়েছে। সৌদি আরবও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিকে শাপলা দেয়া ইসির এখতিয়ারে পড়ে না: সিইসি

আর্জেন্টিনা দলে দুঃসংবাদ

পাকিস্তানের ২৫ সীমান্তপোস্ট দখল ও ৫৮ সেনা হত্যার দাবি আফগানিস্তানের

হাইকোর্টের দ্বারস্থ কুমার শানু!

কাবরেরার বিদায় এবং হামজাকে অধিনায়কত্ব দেওয়ার পরামর্শ আমিনুলের

ইসরাইল গাজার চুক্তি মানবে-এটা বিশ্বাস করে না ইরান