মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে অজ্ঞতা অন্যতম প্রতিবন্ধকতা : গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গেলে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে অজ্ঞতা বলে মন্তব্য করেছেন।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে শনিবার (১১ অক্টোবর) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে মনোরোগবিদ্যা বিভাগ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. বিধান রঞ্জন বলেন, সাধারণ জনগণ অনেক সময় মানসিক স্বাস্থ্যসেবা নিতে চান না। কারণ তারা মানসিক স্বাস্থ্যের গুরুত্ব এবং সেবার ধরন সম্পর্কে জানেন না। অথচ যদি যথাযথভাবে বোঝানো যায় তাহলে তারা আগ্রহী হন।
তিনি বলেন, শিক্ষিত মানুষের মাঝেও মানসিক স্বাস্থ্য নিয়ে ভুল ধারণা রয়েছে। এমনকি, অনেক চিকিৎসক পরিবারেও সদস্যরা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন, তবু সেবা নিচ্ছেন না। এটি অত্যন্ত দুঃখজনক।
আরও পড়ুনজনগণ এবং নীতিনির্ধারকদের মধ্যে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরির উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিদ্যালয়গুলোতেও ভবিষ্যতে মানসিক স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।
মন্তব্য করুন