ভিডিও বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভেসে এলো মরা গন্ডার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভেসে এলো মরা গন্ডার, ছবি: দৈনিক করতোয়া।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদ দিয়ে ভেসে এলো মরা গন্ডার। গত কয়েক দিনের ভারি বর্ষণে  ও ঢলের কারণে ভারতে প্রবল বন্যা দেখা দিয়েছে। এর ফলে পাহাড় ধস ও বনাঞ্চল তলিয়ে যাওয়ায় দুধকুমার নদ দিয়ে কাঠের গুঁড়ি, মরা গরু, সাপ ও মাছ ভেসে আসছিল। ধারণা করা হচ্ছে, গন্ডারের আবাসস্থল তলিয়ে যাওয়ায় বন্যার পনিতে ডুবে মারা গছে এবং ভেসে এসে তিলাই ইউনিয়নের দক্ষিণছাট গোপালপুর গ্রামের দুধকুমার নদের চরে আটকা পড়ে।

তিলাই ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম জানান, বুধবার সকালে সংবাদ পাবার পর কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা (সামাজিক বনায়ন) সাদিকুর রহমান, যমুনা সেতু যাদু ঘরের কিউরেটর জুয়েল রানা, উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলীসহ ঘটনা স্থলে যাই। তিনি জানান, গন্ডারটি মারা গেছে এবং পচন ধরেছে। 

আরও পড়ুন

কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা সাদিকুল ইসলাম জানান, গন্ডারটি বড় ও ভারি হওয়ায় অন্যত্র সড়ানো সম্ভব নয়, তাই ইউপি চেয়ারম্যানকে ওখানেই গর্ত করে পুতে ফেলার জন্য বলা হয়েছে।  যমুনা সেতু যাদুঘরের কিউরেটর জানান, গন্ডারটির দেহবাশেষ সংরক্ষণ করা হবে। পরে শিক্ষা ও গবেষণা কাজে ব্যবহার করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত  মরদেহ উদ্ধার

মোহনায় ইলিশ ধরার দায়ে ১৭ জেলে আটক

নিজের অসুস্থতার কথা জানালেন স্পর্শিয়া

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড

শিকাগোতে হচ্ছে না আর্জেন্টিনার ম্যাচ!

গাজায় বোমা বিস্ফোরণে তিন ইসরায়েলি সেনা আহত