ভিডিও শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

টিআরএফকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

ছবি : সংগৃহীত,টিআরএফকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার শাখা হিসেবে পরিচিত দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে (টিআরএফ) ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ভারতের পহেলগামে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

 

এক বিবৃতিতে তিনি বলেন, ওয়াশিংটন টিআরএফকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যায়বিচারের দাবিকে সমর্থন করেছে।

আরও পড়ুন

 
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, জাতীয় নিরাপত্তার স্বার্থ ও পহেলগামের ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যায়বিচারের আশ্বাসকে সুনিশ্চিত করতে এ পদক্ষেপ।
 
যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত। শুক্রবার সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্ব ও উদ্যোগ ভারত স্বীকার করে। এ সিদ্ধান্ত খুবই সময়োচিত। এর মধ্য দিয়ে সন্ত্রাসবাদ দমনে ভারত ও যুক্তরাষ্ট্রের সহযোগিতারই প্রতিফলন ঘটেছে।
 
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, পাকিস্তানভিত্তিক সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর–ই–তৈয়বারই ছায়া সংগঠন এই টিআরএফ।
 
গত ২২ এপ্রিল কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পহেলগামে জঙ্গি হামলা চালানো হয়। ওই ঘটনায় মারা যান অন্তত ২৬ জন পর্যটক। হামলার ঘটনায় প্রথমে দায় স্বীকার করলেও কয়েক দিন বাদে তা অস্বীকার করে টিআরএফ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৬৪১

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪

দিনাজপুরের কাহারোলে ভাঙা কালভার্টের পাশ দিয়ে ঝুঁকি পূর্ণ চলাচল

ডালাসে পর্দা উঠছে ৮ম বাংলা চলচ্চিত্র উৎসবের

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের আটোয়ারীতে শিক্ষক দম্পতির বাসায় চুরি