ভিডিও বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

পাবনায় আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত  মরদেহ উদ্ধার

পাবনায় আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত  মরদেহ উদ্ধার, ছবি: সংগৃহীত।

পাবনা প্রতিনিধি: পাবনায় একটি আবাসিক হোটেল থেকে ঝুলন্ত অবস্থায় স্বাধীন সরকার (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার সকালে শহরের আব্দুল হামিদ সড়কে অবস্থিত হোটেল রয়েল প্যালেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত স্বাধীন সরকার সিরাজগঞ্জ সদর উপজেলার কাজীপুর গজাইল গ্রামের গাজী শাহজাহান এর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে হোটেলে থাকার জন্য  হোটেল রয়েল প্যালেস এ একটি রুম নেয় স্বাধীন। বুধবার সকালে হোটেল বয় ডাকাডাকি করলে তার কোন সাড়া শব্দ না পায়নি। পরে সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ফ্যানের সাথে গামছা দিয়ে ফাঁস নেওয়া অবস্থায় দেখা যায় স্বাধীনকে।

স্বাধীনের ভায়রা ভাই শুভ্র বলেন, ‘আমার বাসায় ছিলেন। তিনি হঠাৎ করে গতকাল মঙ্গলবার দুপুরে বাসা থেকে বের হয়ে যান। পরে সন্ধ্যার পরও তিনি বাসায় না ফেরায় তাকে কল দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তার পারিবারিক ঝামেলার কারণে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করেন তিনি।

আরও পড়ুন

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল সালাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহিদুল আলমের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন: প্রেস সচিব

জয়পুরহাটের ক্ষেতলালে পুকুরে অজ্ঞাত ব্যক্তির ঝাঁপ : লাশ উদ্ধার

মোগলাবাজার রেলস্টেশনে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষে ফেরার পথে প্রকৌশলীর মৃত্যু

নতুন চ্যানেল অনুমোদনের কারণ জানালেন তথ্য উপদেষ্টা

পাকুন্দিয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু

উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে মুরইল ইউপিতে প্রশাসক নিয়োগের অভিযোগ