ভিডিও বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

শহিদুল আলমের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন: প্রেস সচিব

ছবি : সংগৃহীত,শহিদুল আলমের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন: প্রেস সচিব

বিশ্বখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ায় গভীর উদ্বেগ ও তার প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে শফিকুল আলম লিখেছেন, শহিদুল আলম যে নৌবহরে ছিলেন, ইসরায়েলি বাহিনী তা আটক করেছে। শহিদুল জানিয়েছেন, তারা এখন ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে অপহৃত অবস্থায় আছেন।


এ বিষয়ে শফিকুল আলম বলেন, হাসিনা সরকারের আমলে কারাবন্দি অবস্থায় যে অসাধারণ সাহস ও দৃঢ়তা শহিদুল দেখিয়েছিলেন, সেই মানসিক শক্তিই এবারও তাকে এই দুঃসময় পার হতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, শহিদুল আলমের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন, তবে একই সঙ্গে আমাদের দৃষ্টি রাখতে হবে গাজায় চলমান ধ্বংসযজ্ঞ ও গণহত্যার প্রতিও। এটি কেবল এক মানবিক বিপর্যয় নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এক নৈতিক পরীক্ষাও।

আরও পড়ুন


শহিদুল আলমসহ নৌবহরের সব যাত্রীর অবিলম্বে মুক্তির দাবি জানান প্রেস সচিব। তার ভাষায়, ‘শহিদুল বাংলাদেশের অবিচল মানবিক চেতনার উজ্জ্বল প্রতীক।’

সবশেষে তিনি শহিদুল ও তার সঙ্গীদের রক্ষায় সৃষ্টিকর্তার কাছেও প্রার্থনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে মাদক মামলায় নারীর যাবজ্জীবন 

এখন আর বাসাবাড়িতে আর গ্যাস দেওয়া হবে না : জ্বালানি উপদেষ্টা

চোরাই মোবাইল উদ্ধারে গিয়ে হামলার শিকার ৫ পুলিশ সদস্য, আটক ৩

গাইবান্ধার পলাশবাড়ীর ও ঘোড়াঘাটের ৪০ গ্রামের কয়েক হাজার মানুষের ভরসা নৌকা

আবারো চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনায় মুজিব পরদেশী

ওমানে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত