ফোক ও ইংরেজি গানে অনবদ্য শারমিন কেয়া’র ‘মর্জি’
_original_1759842590.jpg)
অভি মঈনুদ্দীন ঃ শারমিন কেয়া, এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী। বিশেষত ফোক গানে ও ইংরেজি গানে অনবদ্য তিনি। যারা ফোক গান শুনতে ভালোবাসেন কিংবা যারা ইংরেজি গান শুনতে ভীষণ পছন্দ করেন তাদের কাছে ভীষণ প্রিয় এক নাম শারমিন কেয়া। আবার যারা তার কন্ঠে সরাসরি এখনো এই দুই ঘরানার গান শোনেননি তারা একবার তাকে স্টেজ শো’তে নিয়ে তাকে দিয়ে পারফর্ম করিয়ে দেখতে পারেন ফোক গানে ও ইংরেজি গানে শারমিন কেয়া কতোটা অনবদ্য। শারমিন কেয়া সবসময়ই মৌলিক গান প্রকাশে বিশ্বাসী। যে কারণে প্রতিবছরই তিনি কয়েকটি মৌলিক গান প্রকাশ করে থাকেন। সেই ধারাবাহিকতায় শিগগিরই তার নতুন মৌলিক গান ‘মর্জি’ শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে। গানের কথা লিখেছেন মাহমুদ শাওন। সুর সঙ্গীত করেছেন আমজাদ হোসেন। গানের কথা এমন ‘থেকো না তোমার ভেতর, পড়ে আছে ড্যান্স ফ্লোর, নাচে গানে পার্টি মাতাও, যেমন খুশি তেমন রও’। গানের কথাতেই বুঝা যাচ্ছে কতোটা মডার্ণ এই গানটি।
শারমিন কেয়া বলেন, ‘মর্জি গানটির কথা আমার খুউব খুউব ভালোলেগেছে। যথারীতি আমজাদ ভাই চমৎকার সুর করেছেন। সবমিলিয়ে শ্রোতা দর্শকের ভালোলাগার মতোই একটি গান হয়েছে। মূলকথা এটি একটি সময়োপযোগী গান। আশা করছি সবার ভালোলাগবে গানটি।’
শারমিন কেয়া জানান, এই মুহুর্তে খুউব বেশি স্টেজ শোতে পারফর্ম করার সুযোগ পাচ্ছেন না। তারপরও তিনি আগামী ৯, ১১, ১৩ ও ১৬ অক্টোবর স্টেজ শোতে পারফর্ম করবেন। মিষ্টি মুখশ্রীর মিষ্টি কন্ঠের এই সঙ্গীতশিল্পীর এমনিতে মঞ্চে গাইতে ভালোলাগে শাহনাজ রহমতুল্লাহ, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, কবিতা কৃষ্ণমূর্তি ও সুনিধি চৌহানের গান। মঞ্চে বাংলা গান বিশেষত ফোক গান ও ইংরেজি গান গাইতে দারুণ স্বাচ্ছন্দ্যবোধ করেন শারমিন কেয়া। তবে নিজের মৌলিক গানের প্রতি তার আগ্রহ বেড়েছে। মৌলিক গান প্রকাশের দিকে তিনি অনেকটাই মনোযোগী এখন। গানে সঠিকভাবে তালিম নিয়েই গানের ভুবনে যাত্রা শুরু করেন কেয়া। তাঁর বাবা শাজাহান আলী খান ছিলেন (২০১ তে মারা যান) পেট্রোবাংলার উপ-সহকারী প্রকৌশলী। বাবার চাকুরীর সুবাদেই সাভারে গৌরাঙ্গ গোস্বামীর কাছে গানে তালিম নেন তিনি যখন পঞ্চম শ্রেণীতে পড়েন।
আরও পড়ুনকেয়ার প্রকাশিত প্রথম মৌলিক গান ছিলো ‘হাওয়া এসে’, ২০১১ সালে প্রকাশিত হয়। গেলো জুলাইতে জি- সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় এস আই টুটুলের সঙ্গে দ্বৈত গান ‘এক বরষায়’। গানটি লিখেছেন রাজু চৌধুরী, সুর সঙ্গীত করেছেন আমজাদ হোসেন। ২৩ আগস্ট জন্ম নেয়া কেয়া’র একমাত্র কন্যা শোয়ারা সারার চৌধুরী। তাকে ঘিরেই স্বপ্ন যতো কেয়ার। কেয়ার তিন ভাই বোন রিয়া, পিয়া ও মিথুনও তাকে গানে অনুপ্রেরণা দেন সবসময়। আর গানের ভুবনে চলার পথে খুউব মিস করেন আঞ্জুমান আরা খান কে (মারা যান ২০১২ সালে)। ‘মর্জি’ গানটি আগামী রোজার ঈদে ‘শারমিন কেয়া’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
মন্তব্য করুন