আবরার ফাহাদ আমাদের সার্বভৌমত্বের প্রতীক—আবরার ফাইয়াজ

ঢাবি প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ শুধু একজন শহীদই নন, তিনি বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনচেতা ছাত্রসমাজের প্রতীক — এমন মন্তব্য করেছেন তাঁর ছোট ভাই আবরার ফাইয়াজ।
তিনি বলেন, “ছাত্রলীগের ভয়ের কারণে ৫ আগস্টের আগে আমি মাত্র একবার বুয়েটে যেতে পেরেছিলাম। আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে যাঁরা অবদান রেখেছেন, তাঁদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
মঙ্গলবার(৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে ‘ভারতীয় আধিপত্যবাদ ও বাংলাদেশের সার্বভৌমত্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আবরার ফাইয়াজ।
আরও পড়ুনতিনি আরও বলেন, “আমার ভাই নিজের জীবন দিয়ে প্রমাণ করেছে—দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আপস করা যায় না। তার রক্ত বৃথা যাবে না, যদি আমরা সবাই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকি।”
সেমিনারে বক্তারা বলেন, আবরার ফাহাদ যে অন্যায়ের প্রতিবাদ করেছিলেন, সেটিই আজ জাতির আত্মপরিচয়ের অংশ হয়ে উঠেছে। তাঁকে স্মরণ করা মানে শুধু একজন শহীদকে নয়, স্বাধীনতা ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো এক চেতনার প্রতীককে স্মরণ করা।
মন্তব্য করুন