ভিডিও সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

লক্ষ্মীপুরে মাদকাসক্ত বাবার হাতে মেয়ে খুন

লক্ষ্মীপুরে মাদকাসক্ত বাবার হাতে মেয়ে খুন

লক্ষ্মীপুরে মাদকাসক্ত যুবক ফারুক হোসেনের দায়ের কোপে তার ৫ বছরের কন্যা সন্তান ফারিহা সুলতানার মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আন্ধারমানিক গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থল পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে। ফারুক আন্ধারমানিক গ্রামের কাদের মাঝির ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফারুক মাদকাসক্ত। ঘটনার সময় যে কোনো বিষয়ে পরিবারের সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে নিজের মেয়ে ফারিহাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে বাড়ির পুকুরে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

আরও পড়ুন

তেওয়ারিগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটিকে হত্যার পর ফারুক ঘরের ভেতর দা হাতে অবস্থান করে। আতঙ্কে স্থানীয়রা ঘরে প্রবেশ করতে পারছিল না। পরে বাড়ির বাসিন্দারা জরুরি জাতীয় সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পৌঁছে তাকে আটক করে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, আমরা ঘটনাস্থল এসেছি। ঘটনাটি মর্মান্তিক। ফারুককে আটক করা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাস্থান বাজার সড়কে জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পথচারীরা

বগুড়ার কাহালুতে ড. মোস্তফা ফায়সাল পারভেজের নিজস্ব অর্থায়নে নবনির্মিত অজুখানার উদ্বোধন

বগুড়ায় র‌্যাবের হাতে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

ভারত মহানন্দা বাঁধের ৯টি গেট খুলে দিয়েছে, বাংলাবান্ধার ঝাড়ুয়াপাড়ায় বাঁধের ৭শ’ মিটার নদীগর্ভে বিলীন

নাটোরের বড়াইগ্রামে দুর্বৃত্তদের হাতুড়িপেটায় বৃদ্ধা নিহত

জয়পুরহাট হাসপাতালে ডায়রিয়া রোগী বাড়ছে, তিন দিনে ভর্তি ৩২২