ভিডিও সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

কুড়িগ্রামের চিলমারীতে আমনক্ষেতে মাজরা পোকার আক্রমণ, দিশেহারা কৃষক

কুড়িগ্রামের চিলমারীতে আমনক্ষেতে মাজরা পোকার আক্রমণ, দিশেহারা কৃষক। ছবি : দৈনিক করতোয়া

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারীতে আমন ক্ষেতে মাজরা পোকার আক্রমণে দিশেহরা হয়ে পড়েছে কৃষক। শীষ বের হওয়ার মুহূর্তে মাজরা পোকা শীষের গোড়া কেটে দেওয়ায় সাবার হয়ে যাচ্ছে ক্ষেত। কিছু কিছু ক্ষেতে পচনা রোগও দেখা দিয়েছে। এতে ধান মাটিতে নেতিয়ে পড়ছে। কীটনাশক প্রয়োগ করেও আশানুরুপ ফলাফল পাওয়া যাচ্ছে না বলে জানান কৃষকেরা।

সরেজমিনে দেখা যায়, রানীগঞ্জ ইউনিয়নের কোদালধোয়ারপাড়, কয়ারপাড়, নাপিতপাড়া, থানাহাট ইউনিয়নের চাচলার বিল, শিংরিয়া, পেদি খাওয়ার বিল, মাইলডাঙ্গা, বওলার বিল, রমনা ইউনিয়নের হন্যের বিল, পাত্রখাতা ও খরখরিয়া এলাকায় মাজরা পোকা ও পচনা রোগের আক্রমণ বেশি।

থানাহাট ইউনিয়নের গাবেরতল এলাকার জহরুল হক বলেন, তিন বিঘা জমিতে আমন ধানে মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। কৃষি সম্প্রসারণ অফিসের পরামর্শে কুড়েনক্স ও কোরাজেন কীটনাশক পানিতে মিশিয়ে ক্ষেতে স্প্রে করেও কোন ফলাফল পাননি। বালাবাড়ীহাট এলাকার কৃষক শিপুল মিয়া বলেন, দুই বিঘা জমিতে আমন চারা রোপণ করেছেন।

আরও পড়ুন

শীষ বের হওয়ার সময় মাজরা পোকার আক্রমণ ও পচনা রোগ দেখা দিয়েছে। কীটনাশক প্রয়োগ করেও তা দমন করা যাচ্ছে না। ক্ষেতগুলো দিন দিন মাটিতে নুইয়ে পড়ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, কৃষককে কুড়েনক্স ও কোরাজেন কীটনাশক প্রয়োগ করার পরামর্শ প্রদান করা হচ্ছে। এ উপজেলায় এবারে ৮ হাজার ৫০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআইয়ের অপপ্রয়োগ এখন বৈশ্বিক সমস্যা: ইসি সানাউল্লাহ

প্রধান উপদেষ্টার সঙ্গে ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটসের সভাপতির বৈঠক

পাবনার ঈশ্বরদীতে দেড়কোটি টাকা নিয়ে জনতা ব্যাংক ম্যানেজার লাপাত্তা

রংপুরে শুরু হতে যাচ্ছে আরপিএল টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট সিজন-৩

কিশোরগঞ্জের ট্রাক্টর ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত

আলোচনায় মেহজাবীন