সিদ্ধিরগঞ্জে র্যাবের ওপর হামলা করে শীর্ষ সন্ত্রাসী ছিনতাই, ৬ সহযোগী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাবের ওপর হামলার ঘটনায় শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর ছয়জন ঘনিষ্ঠ সহযোগীকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় গাজীপুর মহানগর থানাধীন চান্দুরা বড়বাড়ি এলাকায় র্যাব-১১ ও র্যাব-১ এর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে র্যাব-১১'র কোম্পানি কমান্ডার মো. নাঈম উল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন সজীব (১৯), হাফিজ শেখ (২৩), কল্পনা বেগম (২৯), আমিনুল ইসলাম (৩৪), আকবর (২০) ও শামীম মিয়া (২৬)। সবাই সিদ্ধিরগঞ্জের আটি ও হাউজিং ওয়াপদা কলোনি এলাকার বাসিন্দা এবং সাহেব আলীর ঘনিষ্ঠ সহযোগী।
অভিযানকালে তাদের কাছ থেকে ১৫টি স্মার্টফোন, কয়েকটি বাটন ফোন, একটি খেলনা পিস্তল, দুটি ড্রাইভিং লাইসেন্স ও চারটি সাবল উদ্ধার করা হয়।
আরও পড়ুনর্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ অন্তত এক ডজন মামলা রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছ থেকে সাহেব আলীকে গ্রেপ্তারের জন্য র্যাব-১১ এর কাছে অধিযাচন পত্র পাঠায়। এরই প্রেক্ষিতে র্যাব-১১ সাহেব আলীকে গ্রেপ্তারে অভিযান চালালে সে ও তার সহযোগীরা র্যাব সদস্যদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। তারা ইটপাটকেল নিক্ষেপ করে র্যাবের কয়েকজন সদস্যকে গুরুতর আহত করে। আহত সদস্যদের পরবর্তীতে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
মন্তব্য করুন