ভিডিও শুক্রবার, ০২ মে ২০২৫

দুশ্চিন্তার ভাঁজ কৃষকের কপালে দিনাজপুরের গাবুড়ায় জমে উঠছে গ্রীষ্মকালীন টমেটোর বাজার

দুশ্চিন্তার ভাঁজ কৃষকের কপালে দিনাজপুরের গাবুড়ায় জমে উঠছে গ্রীষ্মকালীন টমেটোর বাজার, ছবি: দৈনিক করতোয়া

দিনাজপুর জেলা প্রতিনিধি : জমে উঠতে শুরু করেছে দেশের সবচেয়ে বড় গ্রীষ্মকালীন টমেটো’র বাজার দিনাজপুর সদর উপজেলার গাবুড়া। তবে এবার টমেটোর বাজার দর গতবারের তুলনায় কম হওয়ায় কপালে দুশ্চিন্তার ভাঁজ কৃষকের কপালে। সার, কীটনাশকসহ উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় আগের মত সুবিধা করতে পারছেন না বলে জানান তারা। এদিকে কৃষকদের কাছ থেকে দেশে বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা টমেটো কিনে নিয়ে যাচ্ছেন এই বাজার থেকে। প্রতিদিন দেড় থেকে দুই কোটি টাকার টমেটো কেনাবেচা হয় এই বাজারে।

দেশের সবচেয়ে বড় টমেটোর বাজার দিনাজপুরের ঐতিহ্যবাহী গাবুড়া টমেটোর বাজার। কৃষকরা বিভিন্ন এলাকা থেকে টমেটো নিয়ে আসে এই বাজারে। প্রতিদিন ভোর থেকে শুরু হওয়া টমেটো হাট চলে দুপুর ১২টা পর্যন্ত। কৃষকরা ক্ষেত থেকে টমেটো সংগ্রহ করে খাঁচায় সাজিয়ে বাইসাইকেল-ভ্যানে বিক্রির জন্য নিয়ে আসে এই হাটে। আর পাইকাররা কৃষকদের কাছ থেকে এসব টমেটো কিনে তা বাছাই করে বাক্স করে ট্রাক বোঝাই করে স্বযত্নে টমেটো নিয়ে যায় দেশের বিভিন্ন প্রান্তে। প্রতিদিন এই টমেটো বাজার থেকে রাজধানীসহ বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যায় ৪০ থেকে ৫০টি ট্রাক। এই বাজারে প্রতিদিন প্রায় ২ কোটি টাকার টমেটো কেনাবেচা হয়। ব্যবসায়ীরা বলছেন, ফলন ভাল হওয়ায় এবার কৃষকরা ভালই দাম পাচ্ছেন। প্রকারভেদে প্রতিমণ টমেটো কিনছেন সাড়ে ৩শ’ থেকে সাড়ে ৫শ’ টাকা দরে।

এদিকে গ্রীষ্মকালীন এই টমোটো বেচাকেনা’র শুরুতেই কাঙ্খিত দাম না পাওয়ায় খুশি নয় টমেটো চাষিরা। সার, কীটনাশকসহ উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে টমেটোর বর্তমান বাজারে দুশ্চিন্তার ভাঁজ কৃষকদের কপালে। তারা বলছেন এই অঞ্চলে টমেটো সংরক্ষণের জন্য একটি হিমাগার হলে বেশ উপকৃত হবে কৃষক। পাশাপাশি প্রতিমণ টমেটো ৬শ’ থেকে ৭শ’ টাকা দলে বিক্রি করলে তারা লাভবান হবে বলে জানালেন কৃষকরা।

আরও পড়ুন

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক কৃষিবিদ মো. জাফর ইকবাল বলেন, গতবছর দিনাজপুর জেলায় নাবী জাতীয় গ্রীষ্মকালীন টমেটোর আবাদ হয় ৯৭৫ হেক্টর জমিতে। এবার কৃষকরা আলুসহ অন্য আবাদের দিয়ে ধাবিত হওয়ায় দিনাজপুরে টমেটোর আবাদ কিছুটা কমেছে। তিনি বলেন, কৃষকরা যাতে ভালো ফলন পায়, সেজন্য মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিআই পণ্যের স্বীকৃতি পেল বরিশালের আমড়া

আমরা ১৭ বছর গাছের গোড়ায় পানি ঢেলেছি, এখন ফল খাচ্ছেন আপনারা : মির্জা আব্বাস

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ভারতের বিরুদ্ধে বিক্ষোভে নামল পাকিস্তানের হিন্দু সম্প্রদায়

শ্রমিকদলের আয়োজিত সমাবেশে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অংশগ্রহণ