হংকং ম্যাচ সামনে রেখে ঢাকায় হামজা, আসছেন শমিতও

স্পোর্টস ডেস্ক : এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শক্তি বাড়ল বাংলাদেশ শিবিরে। হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় এসে পৌঁছেছেন লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী। অন্যদিকে, কানাডিয়ান লিগে ম্যাচ শেষ করে আগামীকাল (মঙ্গলবার) রাতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে আরেক প্রবাসী ফুটবলার শমিত সোমের।
আজ সোমবার সকালে লন্ডন থেকে বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন হামজা। এরপর তিনি সরাসরি টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালে দলের সঙ্গে যোগ দেন। সবকিছু ঠিক থাকলে আজ বিকালেই কোচ হাভিয়ের কাবরেরার অধীনে অনুশীলনে নামবেন তিনি। হংকং ম্যাচের আগে হামজা তিনটি এবং শমিত একটি পূর্ণাঙ্গ অনুশীলন সেশন পাবেন। জাতীয় দলের কোচ কাবরেরা জানিয়েছেন, ‘হামজা আসায় আমরা তিনটি অনুশীলন সেশন একসাথে করতে পারব, যা দলের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
আরও পড়ুনআগামী ৯ অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চাইছে না দল। হোম ম্যাচের পর ১৪ অক্টোবর হংকংয়ের মাঠে ফিরতি লেগে অংশ নিতে রওনা দেবে বাংলাদেশ দল। এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে এক পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় অবস্থানে রয়েছে। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে হংকং দ্বিতীয় এবং গোল ব্যবধানে এগিয়ে থেকে সিঙ্গাপুর শীর্ষে অবস্থান করছে। বাংলাদেশের সমান ১ পয়েন্ট পেলেও গোল করতে না পারায় ভারত রয়েছে তালিকার চতুর্থ স্থানে।
মন্তব্য করুন