ভিডিও শনিবার, ৩০ আগস্ট ২০২৫

যুক্তরাজ্য থেকে ১৫ বাংলাদেশি অভিবাসী ফেরত

যুক্তরাজ্য থেকে ১৫ বাংলাদেশি অভিবাসী ফেরত

যুক্তরাষ্ট্রের পর এবার যুক্তরাজ্যও অবৈধ বাংলাদেশি অভিবাসীদের দেশে ফেরত পাঠানো শুরু করেছে। অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ইতোমধ্যে ১৫ জন বাংলাদেশিকে একটি বিশেষ চার্টার ফ্লাইটে করে যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হয়েছে।

 

কূটনৈতিক সূত্র অনুযায়ী, এইচএফএম৮৫১ নামের বিশেষ ফ্লাইটটি বৃহস্পতিবার রাত ৯টায় লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে ছেড়ে শুক্রবার দুপুরে ঢাকায় এসে পৌঁছায়।

 

বাংলাদেশ হাইকমিশনের কনসুলার শাখা জানিয়েছে, ফেরত আসা এই যাত্রীদের জন্য ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছিল। তাদের মধ্যে কেউ বৈধ পাসপোর্টধারী ছিলেন, আবার কারো কারো পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। ১৫ জনের এই দলে নারীও ছিলেন।

আরও পড়ুন

ফেরত আসা ব্যক্তিরা মূলত সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, নোয়াখালী ও ঢাকার বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের মধ্যে ছয়জনের কোনো পেশা উল্লেখ ছিল না। বাকিরা যুক্তরাজ্যে ওয়েটার ও শিক্ষার্থী হিসেবে কাজ করতেন।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, অনেক বাংলাদেশি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও সেখানে অবৈধভাবে অবস্থান করছেন। যুক্তরাজ্য তাদের নিজস্ব অভিবাসন আইনের ভিত্তিতে এই ব্যবস্থা নিচ্ছে, আর এই ফেরত পাঠানোর প্রক্রিয়াটি বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করেই সম্পন্ন হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা মামুন হাসান

নূরের ওপর হামলার ঘটনায় এনসিপির বিক্ষোভ

নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা

আইসিইউতে নুর

নুরের ওপর হামলা: সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা গণঅধিকার পরিষদের

আহত নুরকে দেখতে এসে তোপের মুখে আসিফ নজরুল, ‘ভুয়া ভুয়া’ স্লোগান