এনসিপি আগামী নির্বাচনে শাপলা প্রতীক নিয়েই অংশ নেবে : সারজিস আলম

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আইনগতভাবে শাপলা প্রতীক পেতে এনসিপি’র কোনো সমস্যা নেই, তাই নির্বাচন কমিশন এখানে স্পষ্টভাবে স্বেচ্ছাচারিতা করছে।
গতকাল রোববার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে দেবীগঞ্জ পৌরসভার টোল প্লাজা সংলগ্ন উপজেলা এনসিপি কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সারজিস আলম বলেন, নির্বাচন কমিশনের এই স্বেচ্ছাচারিতা নিশ্চয়ই কোনো প্রভাবকের প্রভাবে ঘটছে। হতে পারে কোনো রাজনৈতিক দল, সংস্থা কিংবা প্রতিষ্ঠানের দ্বারা প্রভাবিত হয়ে তারা এনসিপিকে শাপলা প্রতীক দিচ্ছে না। তারা এখানে স্বেচ্ছাচারিতা করছে। তিনি আরও বলেন, আমরা যেহেতু আইনগতভাবে শাপলা প্রতীকের অধিকারী, তাই আমরা অবশ্যই শাপলাই চাই। এমনকি তাদের সুবিধার কথা বিবেচনা করে আমরা লাল শাপলা কিংবা সাদা শাপলার কথাও বলেছি। কিন্তু এর বাইরে এনসিপি অন্য কোনো প্রতীকের কথা চিন্তাও করছে না। এনসিপি আগামী নির্বাচনে শাপলা প্রতীক নিয়েই অংশ নেবে।
পিআর পদ্ধতি প্রসঙ্গে সারজিস বলেন, এনসিপি স্পষ্টভাবে বলেছে-পিআর পদ্ধতি উচ্চকক্ষে প্রয়োগ করা হোক। আমরা মনে করি, নিম্নকক্ষে পিআর পদ্ধতি চালুর মতো পরিবেশ, মানসিকতা ও স্থিতিশীলতা এখনো বাংলাদেশে পুরোপুরি তৈরি হয়নি। তাই প্রথমে উচ্চকক্ষে পিআর বাস্তবায়ন হোক, তার ইতিবাচক ফলাফল দেখলে পরবর্তীতে নিম্নকক্ষেও তা বিবেচনা করা যেতে পারে।
এর আগে রাত ৮টায় দেবীগঞ্জ উপজেলা এনসিপি’র প্রধান সমন্বয়কারী মো. মাসুদ পারভেজের সভাপতিত্বে দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সারজিস আলম। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় নাগরিক পার্টি’র যুগ্ম সমন্বয়কারী মো. ফজলুল করিম, যুব শক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য ওয়াসিস আলম, পঞ্চগড় জেলা যুব শক্তির সাধারণ সম্পাদক জিএম আলামিন খন্দকার প্রমুখ।
মন্তব্য করুন